পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BSF fire at Pakistan Drone: ফের সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা, গুলি চালাল বিএসএফ

ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় ফের গুলি চালাল বিএসএফ (BSF fire at Pakistan Drone) ৷ গুলি করা হয়েছে পাকিস্তানের দিক থেকে আসা একটি ড্রোনকে লক্ষ্য করে ৷ বিএসএফের বাধার মুখে পড়ে পাকিস্তানের দিকেই ফিরে যায় ড্রোনটি ।

Pakistan Drone
পাকিস্তানি ড্রোন

By

Published : Feb 9, 2023, 10:56 AM IST

Updated : Feb 9, 2023, 11:18 AM IST

শ্রীগঙ্গানগর(রাজস্থান), 9 ফেব্রুয়ারি:ফের গুলি করে পাকিস্তানের ড্রোনকে তাড়িয়ে দিল বিএসএফ (BSF fire at Pakistan Drone in Sri Ganganagar) ৷ ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ওই ড্রোনটি দেখা যায় বলে সূত্রের খবর ৷ সেটিকে ভারতে সীমান্তে দেখা মাত্র গুলি করে বিএসএফ ৷ এরপর ড্রোনটি ফিরে যায় পাকিস্তানে দিকে ৷ বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রীকরণপুর এলাকার 24 নম্বর বিওপি পিলার নম্বর 322 গ্রামে ৷ ড্রোনটিকে দেখা মাত্রই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে সেটি এ দেশে প্রবেশ করেনি । এর আগে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে । আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বারবার ভারতে হানা দিয়েছে পাকিস্তানের ড্রোন । তবে প্রতিটি ক্ষেত্রেই তৎপরতা দেখিয়েছে বিএসএফ ।

প্রসঙ্গত, এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে মাদক-সহ বেশ কয়েকটি ড্রোনকে গুলি করে নামিয়েছে বিএসএফ ৷ পাকিস্তানের তরফে একাধিকবার মাদক পাচারের প্রচেষ্টা করা হয়েছে ড্রোন দিয়ে ৷ অতীতেও সীমান্তের ওদিক থেকে এ ধরনের তৎপরতা চালানো হয়েছে । এরপর ফের 7ও 8 ফেব্রুয়ারি মধ্য রাতে পাকিস্তানের ড্রোনকে দেখা যায়। শ্রীকরণপুর এলাকার 24 নম্বর বিওপি পিলার নম্বর 322 গ্রামে ড্রোনটিকে দেখে বিএসএফ গুলি চালায় ।জানা গিয়েছে, বিএসএফের গুলিবর্ষণের পরই ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যায় । এরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে বিএসএফ । গত সপ্তাহেও শ্রীকরণপুর এলাকায় একটি ড্রোন দেখা গিয়েছিল ৷ সেটির উপরও বিএসএফ গুলি চালায় । পরে তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয় । সেই সময় মাঠ থেকে দুই প্যাকেট মাদকও উদ্ধার করা হয়েছিল ।

পঞ্জাব থেকে চোরাকারবারীরা বেশিরভাগই আসে: পাকিস্তানি চোরাকারবারীরা প্রায়ই ভারতীয় সীমান্তে ড্রোনের মাধ্যমে মাদক চালান করে বলে মনে করে প্রশাসনের একটি অংশ। পঞ্জাব থেকে বেশিরভাগ চোরাকারবারীরা এই ডেলিভারি নিতে আসে বলে সূত্রের খবর। ড্রোনের মাধ্যমে চোরাকারবারীরা নির্দিষ্ট স্থানে মাদক ফেলে রাখে ৷ সেখান থেকে ভারতের চোরাকারবারীরা মাদক তুলে নেওয়ার চেষ্টা করে । অনেক সময় বিএসএফ জওয়ানদের তৎপরতার কারণে এই চোরাকারবারীরাও ধরা পড়ে । সম্প্রতি ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের গোলাগুলির ঘটনাও সামনে এসেছে ।

বিশেষ তল্লাশি অভিযান চালায় বিএসএফ: বছরের পর বছর ধরে পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক চোরাকারবারীর প্রচেষ্টা চালানো হচ্ছে । এর পরিপ্রেক্ষিতে বিএসএফ সীমান্ত এলাকায় ড্রোন বিরোধী মহড়া ও তল্লাশি অভিযান করা হয় । পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক করতে প্রচারও করা হয় ।

আরও পড়ুন:অমৃতসর-সীমান্তে ফের পাকিস্তানি ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

Last Updated : Feb 9, 2023, 11:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details