বেঙ্গালুরু, 17 জুন : এবার দলের মধ্যেই অনাস্থা কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ৷ মুখ্য়মন্ত্রীর পদে বসার মতো আত্মবিশ্বাস এবং সাহস তাঁর মধ্যে আর নেই বলে মন্তব্য করলেন কর্নাটক বিধান পরিষদের সদস্য তথা বিজেপি নেতা এইচ বিশ্বনাথ ৷ এ নিয়ে তিনি কর্নাটক বিজেপির দায়িত্বে থাকা অরুণ সিংয়ের মতামত জানতে চেয়েছেন ৷ প্রসঙ্গত, অরুণ সিং কর্নাটকের বিধায়ক এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন ৷ যেখানে কর্নাটক বিজেপিতে চলা সংকটময় পরিস্থিতি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন অরুণ সিং ৷
বিজেপি নেতা এইচ বিশ্বনাথ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছেন, ‘‘আমরা ইয়েদুরাপ্পাজির নেতৃত্ব এবং তাঁর অবদানকে শ্রদ্ধা করি ৷ কিন্তু, তাঁর মধ্যে আগের মতো সেই আত্মবিশ্বাস আর নেই, যা সরকারকে শক্তিশালীভাবে পরিচালনা করতে পারে ৷ আর এর জন্য একমাত্র কারণ তাঁর বয়স এবং স্বাস্থ্য ৷’’ বিজেপির শীর্ষ নেতৃত্বের ওই বৈঠকে অরুণ সিং অভিযোগ করেছেন, কর্নাটকের সকল মন্ত্রী ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন সরকারকে নিয়ে বিরক্ত ৷