পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 5, 2023, 12:55 PM IST

Updated : Aug 6, 2023, 9:47 PM IST

ETV Bharat / bharat

Article 370 Abrogation: 'গায়ের জোরে কাশ্মীরের আবেগকে হত্যা করা হয়', 370 বিলোপের স্মৃতিতে ডুব মুফতির

আজ 370 ধারা অবলুপ্তির চতুর্থ বর্ষ ৷ এই দিনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায় ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখ- দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ঘোষণা করে বিজেপি সরকার ৷ সেদিনের স্মৃতিচারণ করলেন মেহবুবা মুফতি ৷ জানালেন তাঁকে এবারও এদিন গৃহবন্দি করা হয়েছে ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি

শ্রীনগর, 5 অগস্ট:আজ ৩৭০ ধারা বিলোপের চতুর্থ বর্ষপূর্তি। তার আগে মাঝরাতে গৃহবন্দি করা হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে। এই বিষয়টি তিনি টুইট করে জানিয়েছেন শনিবার । পিডিপি প্রধান লিখেছেন, ‘‘আমাকে গৃহবন্দি করা হয়েছে। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবীণ পিডিপি নেতারাও রয়েছেন । ঠিক মধ্যরাতের পরেই এই ঘটনা ঘটল।’’ উল্লেখ্য ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি করে । এর ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদার তকমা হারায় ৷ এর চার বছরের মাথায় গৃহবন্দি হলেন উপত্যকার অন্যতম প্রধান নেত্রী মেহবুবা মুফতি। তিনি আরও লেখেন, ‘‘ভারত সরকার সুপ্রিম কোর্টে মিথ্য়ে দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে ।’’

তিনি কাশ্মীরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ‘‘একদিকে শ্রীনগরের সর্বত্র বিশাল বিশাল হোর্ডিং টাঙানো হয়েছে । কাশ্মিরীদের বলা হয়েছে, তারা ৩৭০ ধারা প্রত্যাহারের দিনটির উদযাপন করুক । অন্যদিকে নির্মম বাহিনী কাশ্মীরবাসীর আসল আবেগের টুঁটি টিপে ধরেছে ।’’ ৩ অগস্ট থেকে সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা অবলুপ্তি সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে । তাই জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা লেখেন, ‘‘আশা করি, ৩৭০ ধারা নিয়ে মামলার শুনানি হলে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়গুলি খতিয়ে দেখবেন ।’’

এর পর তিনি আরও একটি ভিডিয়ো পোস্ট করেন । মেহবুবা লেখেন, জম্মুতে এক পিডিপি সদস্যকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ, লেফটেন্যান্ট গভর্নরের ‘স্বাভাবিক অবস্থার বেলুন’টার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন । নেত্রী লেখেন, পিডিপি জম্মু-কাশ্মীরের অধিকার আর সম্ভ্রমের জন্য লড়াই চালিয়ে যাবে ৷ এর আগে 2019 সালে ৩৭০ ধারা বিলোপের ঘটনার স্মৃতি চারনা করতে গিয়ে টুইটে তিনি লেখেন, "আমাকে গৃহবন্দি করা হয়েছিল ৷ সঙ্গে অন্য শীর্ষ পিডিপি নেতারাও ছিলেন ৷"

আজ থেকে 4 বছর আগে এই দিনে সংবিধানের 370 ধারা বিলোপ করা হয় ৷ বিশেষ মর্যাদার তকমা হারায় জম্মু-কাশ্মীর ৷ বিজেপি সরকার জানিয়েছিল, উপত্যকাকে জঙ্গিমুক্ত করতে এই পদক্ষেপ ৷ আজ সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটারে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের 4 বছর পূর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

370 ধারা অবলুপ্তির ঘোষণার আগে থেকেই পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধানকে গৃহবন্দি করা হয়েছিল ৷ এর সঙ্গে মেহবুবা আরও লিখেছেন, "মাঝরাতে হঠাৎ আমার দলের বহু নেতা, কর্মীকে বেআইনিভাবে থানায় আটক করা হয় ৷ ভারত সরকার সেদিন সুপ্রিম কোর্টের কাছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে মিথ্যে দাবি করেছিল ৷"

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছে এনডিএ-র নেতৃত্বে বিজেপি সরকার ৷ এর তিন মাস পরেই 370 ধারা অবলুপ্তি নিয়ে একটি অর্ডিন্যান্স জারি করা হয় ৷ তাতে সম্মতি দেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এরপর 5 অগস্ট রাজ্যসভায় ধ্বনিভোটে 'জম্মু অ্যান্ড কাশ্মীর রিজার্ভেশন দ্বিতীয় সংশোধনী বিল' পাশ করে বিজেপি সরকার ৷ বিলের পক্ষে সেদিন ভোট দিয়েছিলেন 125 জন এবং বিরুদ্ধে 61 জন সাংসদ ৷ এর ফলে 370 এবং 35-এ ধারার বিলোপ হয় ৷ জম্মু-কাশ্মীর ভেঙে দু'টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল- জম্মু-কাশ্মীর ও লাদাখ তৈরি করে কেন্দ্রীয় সরকার ৷

এই প্রসঙ্গে মেহবুবা জানিয়েছেন, একদিকে শ্রীনগরজুড়ে বিশাল বিশাল হোর্ডিং লাগানো হল ৷ তাতে কাশ্মীরবাসীকে বেআইনিভাবে 370 ধারা বিলোপ নিয়ে উদযাপন করতে বলা হয় ৷ অন্যদিকে, নির্মম বাহিনী দিয়ে মানুষের আসল আবেগের টুঁটি চেপে ধরা হল ৷

আরও পড়ুন: 370 ধারা কি সংবিধানে স্থায়ী ছিল, কপিল সিবালের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

সম্প্রতি 2 অগস্ট থেকে 370 ধারা নিয়ে মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ এই নিয়ে জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী লেখেন, "আশা করি, 370 ধারার শুনানির সময় মাননীয় সুপ্রিম কোর্ট এই এই বিষয়গুলি খতিয়ে দেখবেন ৷" তিনি এই পোস্টের সঙ্গে তালা দেওয়া একটি গেটের দু'টি ছবিও পোস্ট করেছেন ৷ এই ঘটনার পর জম্মু ও কাশ্মীরের বহু নেতাকে গৃহবন্দি করা হয়েছিল ৷ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ৷

Last Updated : Aug 6, 2023, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details