শ্রীনগর, 5 অগস্ট:আজ ৩৭০ ধারা বিলোপের চতুর্থ বর্ষপূর্তি। তার আগে মাঝরাতে গৃহবন্দি করা হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে। এই বিষয়টি তিনি টুইট করে জানিয়েছেন শনিবার । পিডিপি প্রধান লিখেছেন, ‘‘আমাকে গৃহবন্দি করা হয়েছে। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবীণ পিডিপি নেতারাও রয়েছেন । ঠিক মধ্যরাতের পরেই এই ঘটনা ঘটল।’’ উল্লেখ্য ২০১৯ সালের ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তি করে । এর ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদার তকমা হারায় ৷ এর চার বছরের মাথায় গৃহবন্দি হলেন উপত্যকার অন্যতম প্রধান নেত্রী মেহবুবা মুফতি। তিনি আরও লেখেন, ‘‘ভারত সরকার সুপ্রিম কোর্টে মিথ্য়ে দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে ।’’
তিনি কাশ্মীরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ‘‘একদিকে শ্রীনগরের সর্বত্র বিশাল বিশাল হোর্ডিং টাঙানো হয়েছে । কাশ্মিরীদের বলা হয়েছে, তারা ৩৭০ ধারা প্রত্যাহারের দিনটির উদযাপন করুক । অন্যদিকে নির্মম বাহিনী কাশ্মীরবাসীর আসল আবেগের টুঁটি টিপে ধরেছে ।’’ ৩ অগস্ট থেকে সুপ্রিম কোর্টে ৩৭০ ধারা অবলুপ্তি সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে । তাই জম্মু-কাশ্মীরের প্রাক্তন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মেহবুবা লেখেন, ‘‘আশা করি, ৩৭০ ধারা নিয়ে মামলার শুনানি হলে মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়গুলি খতিয়ে দেখবেন ।’’
এর পর তিনি আরও একটি ভিডিয়ো পোস্ট করেন । মেহবুবা লেখেন, জম্মুতে এক পিডিপি সদস্যকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ, লেফটেন্যান্ট গভর্নরের ‘স্বাভাবিক অবস্থার বেলুন’টার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন । নেত্রী লেখেন, পিডিপি জম্মু-কাশ্মীরের অধিকার আর সম্ভ্রমের জন্য লড়াই চালিয়ে যাবে ৷ এর আগে 2019 সালে ৩৭০ ধারা বিলোপের ঘটনার স্মৃতি চারনা করতে গিয়ে টুইটে তিনি লেখেন, "আমাকে গৃহবন্দি করা হয়েছিল ৷ সঙ্গে অন্য শীর্ষ পিডিপি নেতারাও ছিলেন ৷"
আজ থেকে 4 বছর আগে এই দিনে সংবিধানের 370 ধারা বিলোপ করা হয় ৷ বিশেষ মর্যাদার তকমা হারায় জম্মু-কাশ্মীর ৷ বিজেপি সরকার জানিয়েছিল, উপত্যকাকে জঙ্গিমুক্ত করতে এই পদক্ষেপ ৷ আজ সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইটারে সংবিধানের 370 ধারা প্রত্যাহারের 4 বছর পূর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন ৷
370 ধারা অবলুপ্তির ঘোষণার আগে থেকেই পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধানকে গৃহবন্দি করা হয়েছিল ৷ এর সঙ্গে মেহবুবা আরও লিখেছেন, "মাঝরাতে হঠাৎ আমার দলের বহু নেতা, কর্মীকে বেআইনিভাবে থানায় আটক করা হয় ৷ ভারত সরকার সেদিন সুপ্রিম কোর্টের কাছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে মিথ্যে দাবি করেছিল ৷"