কাভালি, 7 অগস্ট: নৃশংসভাবে তিনজনকে খুন করার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কোন্ডবিত্রগুন্ত গ্রামে ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটে৷ সম্পত্তি বিবাদেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ নিহতদের মধ্যে বছর তিরিশের এক মহিলা রয়েছেন ৷ সেই মহিলার স্বামী দশদিন আগেই মারা গিয়েছে ৷ তার জেরেই এই সম্পত্তি বিবাদ বলে জানা গিয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত মহিলার শ্বশুর ও দেওর ৷
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম হল - মৌনিকা, ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া ও আম্বাতি শান্তম্মা ৷ বছর 60 এর ভাদিকুপ্পা কৃষ্ণাইয়া হলেন মৌনিকার বাবা ৷ আর 74 বছর বয়সী আম্বাতি শান্তম্মা হলেন মৌনিকার ঠাকুরমা ৷ মৌনিতার স্বামী মান্দাতি মধুসূদন (31) দিনদশেক আগে মারা যান ৷ তিনি রেলের কর্মচারী ছিলেন ৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয় ৷ দুই অভিযুক্তের নাম মাল্যদ্রি ও মৌলালি ৷ মাল্যদ্রি হলেন মধুসূদনের বাবা ৷ আর মৌলালি হলেন মধুসূদনের ভাই ৷