ছাপড়া (বিহার), 10 ডিসেম্বর: বিহারের ছাপড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । জানা গিয়েছে, ঘটনাটি যৌতুক সংক্রান্ত । নিহতের বাবা জানিয়েছে, এক সপ্তাহ আগে যৌতুকের জন্য মেয়ের হাত কেটে ফেলা হয় । এমনকি হাত কাটার ভিডিয়োও তৈরি করে পাঠানো হয়েছে । তারপরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কাজল দেবী । পরে গ্রামের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার হয় । ঘটনাটি মাঝি থানার অন্তর্গত তাজপুর গ্রামের (Murder Of Bride For Dowry In Chhapra )।
জানা গিয়েছে, 8 মাস আগে তাজপুর সালেমপুরের বাসিন্দা পঙ্কজ মাহাতোর সঙ্গে কাজল দেবীর বিয়ে হয় । বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর উপর অত্যাচার করা হচ্ছিল । প্রায় এক সপ্তাহ আগে নিহতের বাবা ও মামা একটি ভিডিয়ো পান । যেখানে মৃত কাজল দেবীর হাত কেটে ফেলার বীভৎস দৃশ্য ছিল (Murder of Bride in Chhapra) ।