পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Brutal murder in Delhi: 21 বার ছুরিকাঘাত, পাথর দিয়ে থ্যাঁতলানো হল মুখ; প্রকাশ্যে প্রেমিকাকে খুনের ঘটনায় দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত - নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় 16 বছরের নাবালিকাকে 21 বার ছুড়িকাঘাতে খুন ৷ রবিবারের এই ঘটনা নারী সুরক্ষা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে ৷ সোমবার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷

Brutal murder of a girl
প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

By

Published : May 29, 2023, 4:28 PM IST

Updated : May 29, 2023, 4:58 PM IST

নয়া দিল্লি, 29 মে:রবিবারউত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় এক নাবালিকাকে 21 বার ছুরিকাঘাতে নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত সাহিলকে সোমবার দুপুরে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করল পুলিশ ৷ ষোলো বছরের এক নাবালিকাকে খুনের ঘটনায় রবিবার রাত থেকে অভিযুক্ত পলাতক ছিল দিল্লি পুলিশের হাতে ৷

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রবিবার, রাত 8টা 45 মিনিট নাগাদ উত্তর দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকার একটি গলির মধ্যে বন্ধুর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাক্ষী ৷ সেই সময় তার কাছে আসে প্রেমিক সাহিল ৷ কয়েক সেকেন্ড কথাও হয় তাদের মধ্যে ৷ তারপরেই নৃশংস সেই ছবি ৷ আচমকাই সাহিল ছুরি বের করে একের পর এক আঘাতে এফোঁড়-ওফোঁড় করতে থাকে সাক্ষীর দেহ ৷ পথচলতি মানুষ সেই মর্মান্তিক ঘটনা দেখেও নির্বিকার ৷

21 বার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের পর রাস্তায় লুটিয়ে পড়ে নাবালিকা ৷ তাঁকে টেনে তুলে অনবরত কোপাতে থাকে সাহিল ৷ পথচলতি মানুষেরা তা দেখেও হেঁটে চলে যাচ্ছেন ৷ তারা কি আতঙ্কে এগিয়ে আসেননি মেয়েটিকে বাঁচাতে? সে উত্তর অবশ্য জানা নেই ৷ তবে সিসিটিভি ফুটেজ দেখলে আতঙ্কে লোম খাড়া হয়ে যাবে যে কারও ৷ সাহিল কিন্তু এখানেই থেমে থাকেনি ৷ নিজের প্রেমিকাকে খুন করার পর কিছুদূর এগিয়ে গিয়ে নিয়ে আসে বড় একটা সিমেন্টের পাথরের চাই ৷ সেই পাথর হাতে তুলে থেঁতলে দিতে থাকে সাক্ষীর মাথা ৷

ঘটনার প্রায় আধঘন্টা পর খবর যায় পুলিশের কাছে ৷ অ্যডিশনাল ডেপুটি কমিশনার রাজা বনথিয়া জানান, অভিযুক্ত 20 বছরের সাহিলকে ধরতে একটি টিম তৈরি করা হয়েছে ৷ অবশেষে সোমবার পুলিশের হাতে ধরা পড়ে সাহিল ৷ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতি মাল্লিওয়াল সিসিটিভি ফুটেজটি শেয়ার করে সোশালে লেখেন, "দিল্লিতে এই ধরনের আসামীর সংখ্যা বেড়ে চলেছে ৷ পুলিশের কাছে নোটিশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, "এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করে দিয়েছে ৷ আমি আমার এত বছরের কেরিয়ারে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখিনি।"

আরও পড়ুন : কানাডা ফেরত প্রেমিকাকে খুন করে লাশ গুম ! 9 মাস পর প্রকাশ্য়ে ঘটনা

মর্মান্তিক খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ এই ঘটনার দোষীর কড়া শাস্তির দাবি করে সুরক্ষার দিকে জোর দেওয়ার কথা বলেছেন ৷

Last Updated : May 29, 2023, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details