হায়দরাবাদ, 16 মার্চ:দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হবেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতা (Bharat Rashtra Samithi MLC K Kavitha) । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Telangana Chief Minister K Chandrashekar Rao) (কেসিআর)-এর মেয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র সামনে হাজির হচ্ছেন । 45 বছর বয়সি বিআরএস নেত্রীকে (BRS leader) এর আগে শনিবার 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ছিল ইডি ।
কবিতা দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Scam) সুপ্রিম কোর্টের (Supreme Court) দারস্থ হন ৷ তাঁর আবেদন গ্রহণ করে জরুরি শুনানি হয় মামলায় ৷ আবেদনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির জারি করা সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি 24 মার্চ শুনানি হবে বলে জানায় । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কবিতার মামলাটি শোনেন এবং 24 মার্চ বিআরএস নেত্রীর আবেদনের শুনানির করার কথা জানান । আবেদনের জরুরি শুনানির জন্য কবিতার আইনজীবী বলেন, "একজন মহিলাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যালয়ে এভাবে ডাকার বিষয়টি সম্পূর্ণ আইন বিরোধী ।"