পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

K Kavitha Slams BJP: আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের পর বিজেপিকে তোপ কবিতার - কবিতা কলবকুন্তলা

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির নজরে কেসিআর কন্যা কে কবিতা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি (ED) ৷ তাই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন বিআরএস নেত্রী (BRS Leader K Kavitha) ৷

K Kavitha
K Kavitha

By

Published : Mar 8, 2023, 2:47 PM IST

হায়দরাবাদ (তেলঙ্গানা), 8 মার্চ: দিল্লির আবগারি দুর্নীতি (Delhi Liquor Scam) মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর (Telangana CM KCR)-এর মেয়ে কে কবিতাকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আগামিকাল, বৃহস্পতিবার ইডির দিল্লির দফতরে তাঁকে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছে ৷ এই নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে সরব হয়েছেন তেলঙ্গানা বিধান পরিষদের সদস্য তথা ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কবিতা কলবকুন্তলা (Kavitha Kalvakuntla) ৷

এই নিয়ে তিনি পালটা বিবৃতি দিয়েছেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, মহিলা সংরক্ষণ বিল (Women's Reservation Bill) দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৷ রাজনীতিতে নারীদের অংশগ্রহণ করার জন্য ন্যায্য অধিকার দিতে হবে ৷ তাই এই বিল সংসদে পেশ করতে হবে ৷ সেই কারণে আগামী 10 মার্চ দিল্লির যন্তর মন্তরে অনশনের ডাক দেওয়া হয়েছে ৷ সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলি ও মহিলা সংগঠনগুলি উপস্থিত থাকবে ৷ সেখান থেকে বিজেপি সরকারের কাছে মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ ও পাস করানোর দাবি তোলা হবে ৷

তাঁর দাবি, এই কর্মসূচির প্রেক্ষিতেই তাঁকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ৷ আর তিনি সেদিন ইডির দফতরে হাজির হবেন বলেও জানিয়েছেন ৷ তাঁর বক্তব্য, তিনি আইন মেনে চলেন ৷ তাই তদন্তে সহযোগিতা করবেন ৷ তবে তিনি এই নিয়ে আইনি মতামত চাইবেন বলেও জানিয়েছেন ৷

ওই বিবৃতিতে কে কবিতা আরও বলেছেন, ‘‘আমি কেন্দ্রের শাসক দলকেও জানতে চাই যে আমাদের নেতা, মুখ্যমন্ত্রী কেসিআরের লড়াই ও কণ্ঠস্বরের বিরুদ্ধে এবং সমগ্র বিআরএস পার্টির বিরুদ্ধে ভয় দেখানোর এই কৌশল আমাদের বাধা দিতে পারবে না । কেসিআর-এর নেতৃত্বে, আমরা আপনাদের ব্যর্থতা প্রকাশ করতে ও ভারতের জন্য একটি উজ্জ্বল এবং উন্নত ভবিষ্যতের জন্য আওয়াজ তুলব ৷ লড়াই চালিয়ে যাব ।’’

একই সঙ্গে তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন ৷ জানিয়েছেন, দিল্লির নেতাদের কাছে তেলঙ্গানা কখনও মাথা নত করেনি ৷ করবেও না ৷ জনগণের অধিকার আদায়ে তাঁরা লড়াই চালিয়ে যাবেন ৷

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি নীতি তৈরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা মাথায় রেখেই ওই নীতি তৈরি হয় ৷ এই নিয়ে সিবিআই ও ইডি তদন্ত করছে ৷ ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন ৷ সম্প্রতি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করা হয় ৷ এবার ইডি তলব করেছে কেসিআর কন্য়াকে ৷

আরও পড়ুন:আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে দিল্লিতে তলব ইডির

ABOUT THE AUTHOR

...view details