পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সম্মান রক্ষার্থে হত্যা ! পঞ্জাবে ভাইয়ের হাতে খুন বোন ও ভগ্নিপতি - সম্মান রক্ষার্থে খুন

Honour Killing: ভগ্নিপতি দেখা করতে এসেছিল বোনের সঙ্গে ৷ সেই সময় ভাইয়ের সঙ্গে ঝগড়া চলছিল বোনের ৷ কিন্তু কী এমন হল যে বোন ও ভগ্নিপতিকে সেখানেই খুন করলেন ভাই ?

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 6:41 AM IST

বাথিন্দা (পঞ্জাব), 4 ডিসেম্বর: বোন ও ভগ্নিপতিকে খুন করল ভাই ৷ রবিবার রাতে পঞ্জাবের বাথিন্দার তুংওয়ালি গ্রামে ঘটনাটি ঘটে ৷ তারপর থেকেই এলাকা থমথমে হয়ে রয়েছে ৷ নিহতের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দু'জনের দেহ উদ্ধার করে পুলিশ ৷

গ্রামবাসীরা জানিয়েছেন কনস্টেবল জগমিত সিং 2019 সালে বিয়ন্ত কৌর নামে একটি মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে করেন ৷ কিন্তু বিয়ের পরেও বিয়ন্ত দীর্ঘদিন ধরে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন ৷ গতরাতে, পুলিশকর্মী জগমিত সিং যখন স্ত্রী বিয়ন্ত কৌরের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন, তখন ভাইয়ের সঙ্গে কিছু নিয়ে বিয়ন্তের ঝগড়া চলছিল । সেই ঝগড়া থেকেই বোন বিয়ন্ত ও ভগ্নিপতি জগমিতকে খুন করেন ভাই ৷

এই ঘটনায় ডিএসপি ভুচো রাশপাল সিং বলেছেন যে, জগমিত সিং 2019 সালে বিয়ন্ত কৌরের সাথে কোর্ট ম্যারেজ করেছিলেন, কিন্তু বিয়ন্ত কৌর দীর্ঘদিন ধরে তাঁর বাপের বাড়ির পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন ৷ কিন্তু জগমিত সিং যখন গভীর রাতে বিয়ন্ত কৌরের সঙ্গে দেখা করতে আসেন, তখন তার শ্যালক জগমিত সিং এবং বিয়ন্ত কৌরকে হত্যা করে ৷ বর্তমানে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে । কেউ দোষী সাব্যস্ত হলে 302 এর অধীনে মামলা দায়ের করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details