আউরাইয়া (উত্তরপ্রদেশ), 8 নভেম্বর: বেশ কয়েক বছর আগে দানা মাঝির খবর নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে ৷ অনটনের কারণে শববাহী গাড়ির ব্যবস্থা করতে না পেরে, কাঁধে ক'রে স্ত্রীর দেহ নিয়ে হাসপাতাল থেকে 67 কিমি দূরে বাড়ি ফিরেছিলেন ওড়িশার এই ব্যক্তি ৷ এরপর এমন বেশ কয়েকটি ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে নানা জায়গায় ৷ আবারও এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের আউরাইয়া ৷ অ্যাম্বুলেন্স না পেয়ে ছোট বোনের দেহ বাইকে বসিয়ে বাড়ি নিয়ে গেলেন তাঁর দাদা ও দিদি ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো ৷
বুধবার নবীন বস্তি পশ্চিমের বাসিন্দা প্রবাল প্রতাপ সিংয়ের মেয়ে অঞ্জলি (20) বাড়িতে জল গরম করার জন্য বালতিতে ঢোকানো ইলেকট্রিক রড স্পর্শ করে তড়িদাহত হন । কিছুক্ষণের মধ্যেই অঞ্জলির অবস্থা গুরুতর হয়ে ওঠে । এরপর তাঁকে আশংকাজনক অবস্থায় উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার বিধুনা সিএইচসি কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ অঞ্জলির মৃত্যুর খবরে সেখানে ভিড় জমে যায় ৷ মৃতার দেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কাছ থেকে একটি অ্যাম্বুলেন্স দাবি করে তাঁর পরিবার ৷ কিন্তু কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ ৷