পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BRO road fiasco : অরুণাচলের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Chief Minister Pema Khandu) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর (Union Sports Minister Kiren Rijiju) বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷ অরুণাচলের পাপুমপারে জেলার কিমিন থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ৷ দুই মন্ত্রীর বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে একাধিক’ আইন ভাঙার এবং সংবিধানকে উপেক্ষা করার অভিযোগ তুলেছেন চারটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷

BRO road fiasco : Police complaint against Arunachal CM Pema Khandu, Union Sports Minister Kiren Rijiju
BRO road fiasco : Police complaint against Arunachal CM Pema Khandu, Union Sports Minister Kiren Rijiju

By

Published : Jul 2, 2021, 8:09 PM IST

ইটানগর, 2 জুলাই : অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Chief Minister Pema Khandu) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর (Union Sports Minister Kiren Rijiju) বিরুদ্ধে দায়ের হল অভিযোগ ৷ তাঁদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন চারটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ দুই মন্ত্রীর বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে একাধিক’ আইন ভাঙার এবং সংবিধানকে উপেক্ষা করার অভিযোগ তোলা হয়েছে ৷ একইসঙ্গে, অরুণাচলপ্রদেশের সীমানা নিয়েও তাঁদের সতর্ক করা হয়েছে ৷

আরও পড়ুন :চেন্নাইয়ে 100 টাকা পেরলো পেট্রোলের দাম, কলকাতা ও দিল্লিতে 99 টাকা পার

অরুণাচলের পাপুমপারে জেলার কিমিন থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ৷ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে কিমিনের নাম ও অবস্থান বদল নিয়ে শুরু হওয়া এক বিতর্কের জেরেই এই অভিযোগ দায়ের ৷ ঘটনার সূত্রপাত গত 17 জুন ৷ সেদিন 20 কিলোমিটার দীর্ঘ কিমিন-পোতিন রোড-সহ মোট 12টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ সেই অনুষ্ঠানে বর্ডার রোড অরগানাইজেশনের (BRO) তরফে ভুলবশত অরুণাচলের শহর ‘কিমিন’-কে ‘বিলগড়’ বলে উল্লেখ করা হয় ৷ এবং তার অবস্থান অরুণাচলের বদলে দেখানো হয় পড়শি অসমে ! আর এতেই খেপেছেন রাজ্যের রাজনীতিকরা ৷

বৃহস্পতিবারের অভিযোগটি দায়ের করেছেন পিপলস পার্টি অরুণাচলের (PPA) কাহফা বেংগিয়া এবং কালিং জেরাং, জনতা দলের (সংযুক্ত) রুহি টাগুং ও রিবা পাংগিয়া, কংগ্রেসের তেচি তেগি এবং গ্য়ামার তানা এবং জন দলের (সেকুলার) জারজুম এতে ৷ এই অভিযোগে বলা হয়েছে, কিরেন এবং পেমা ইচ্ছাকৃতভাবে 1987 সালের অরুণাচলপ্রদেশ স্টেটহুড আইন, 1873 সালের বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন (রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট) এবং 2000 সালের অরুণাচলপ্রদেশ (ল্য়ান্ড সেটলমেন্ট অ্য়ান্ড রেকর্ড) আইন লঙ্ঘন করেছেন ৷ একইসঙ্গে, তাঁরা সংবিধানের 3 নম্বর ধারাকেও উপেক্ষা করেছেন বলে অভিযোগ ৷

আরও পড়ুন :জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র

অভিযোগকারীদের দাবি, কিরেন এবং পেমা অরুণাচলের সীমানা ও ভূখণ্ডকেও বিকৃত ও বদল করার চেষ্টা করেছেন ৷ প্রসঙ্গত, গত 17 জুনের ওই ঘটনার পর গোটা বিষয়টিকে ভুল বলে ব্যাখ্যা করতে চেয়েছিলেন কিরেন ৷ তবে তাতে চিড়ে ভেজেনি ৷ ইতিমধ্যেই অরুণাচলের একাধিক ছাত্র সংগঠন এর বিরোধিতায় মুখ খুলেছে ৷ উল্লেখ্য, যে রাস্তার উদ্বোধন করতে গিয়ে এত কাণ্ড, সেটি তৈরির দায়িত্বে রয়েছে বিআরও ৷ ইতিমধ্যেই এই ঘটনায় তারা অরুণাচলের মানুষের কাছে ক্ষমা চেয়েছে ৷ তারপরও এ নিয়ে রাজনীতির পারদ চড়ছে ৷

ABOUT THE AUTHOR

...view details