নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ৷ বেশকিছু প্রশ্নে দুই দেশের মধ্যে এখনও এই চুক্তি স্বাক্ষর হওয়া সম্ভব না-হলেও বিষয়টি নিয়ে আগামিদিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেই মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনাক জানিয়েছেন, এই চুক্তি সই হতে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি থাকলেও তিনি আশাবাদী যে এই বিষয়ে আধুনিক ও দূর দৃষ্টিভঙ্গি নিয়ে কোনও সমঝোতায় আসা সম্ভব হবে ৷ তিনি আশাবাদী, বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ 2030 সালের মধ্যে দ্বিগুণ অঙ্কে পৌঁছে যাবে ৷
সাক্ষাৎকারে ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনাক আরও জানিয়েছেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে আরও বেশি করে প্রবেশ করতে পারবে ৷ লাভবান হবে ভারতের 4 কোটি 80 লক্ষের মতো ক্ষুদ্র ও মাঝারি সংস্থা উপকৃত হবে ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথায়, "প্রথম ইউরোপীয় দেশ হিসেবে যদি ভারতের সঙ্গে ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে তা খুব ভালো বিষয় হবে ৷ আমাদের দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে ৷" সংবাদসংস্থাটির করা প্রশ্নের ই-মেল মারফৎ জবাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা আরও সহজ হবে বলেও তিনি জানিয়েছেন ৷
বহু প্রতীক্ষিত এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে বলেই দাবি সুনাকের ৷ গত মাসেই এই নিয়ে দুই দেশের মধ্যে 12 দফায় আলোচনা হয়েছে ৷ আলোচনায় উঠে এসেছে পণ্য, পরিষেবা, বিনিয়োগ সংক্রান্ত একাধিক জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় ৷ দুই দেশের মধ্যে এই চুক্তি বাস্তবায়িত হলে কর্মসংস্থানও বাড়বে বলে তিনি আশাবাদী ৷