নয়াদিল্লি, 9 জুন: "আদালত সব জানে । কেন্দ্রীয় সরকারও কথা দিয়েছে 15 জুলাইয়ের মধ্যে চার্জশিট জমা পড়ে যাবে। এমতাবস্থায় আমি কোনও মন্তব্য করব না।" এক নাবালিকার বাবা তাঁর বিরুদ্ধে থাকা যৌন হেনস্থার অভিযোগ প্রত্যাহার করার পর শুক্রবার সকালে এমনই প্রতিক্রিয়া দিলেন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ।
তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বেশ কয়েক মাস আগে। ব্রিজভূষণের শাস্তি চেয়ে পথে নেমেছেন দেশকে পদক দেওয়া কুস্তিগীররা। দিন কয়েক আগে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক হয় কুস্তিগীরদের। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও সঙ্গেও কথা হয় কুস্তিগীরদের। বৈঠকে অনুরাগ আশ্বাস দেন, 15 জুনের মধ্যে যৌন হেনস্থার ঘটনায় চার্জশিট পেশ করবে পুলিশ। তার ঠিক আগে এক নাবালিকার বাবা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। মূলত এই নাবালিকার অভিযোগের ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছিল।
দিন কয়েক আগে পুলিশকে দেওয়া বয়ানে নাবালিকার বাবা জানান,সভাপতি তাঁর মেয়ের যৌন হেনস্থা করেননি। তবে একটি প্রতিযোগিতায় নাবালিকার বিরোধিতা করেছিলেন। নাবালিকার অভিযোগ না থাকলেও বাকি 6 মহিলা কুস্তিগীরের অভিযোগ এখনও রয়েছে । সেই ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। চার্জশিটে কী কী থাকে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: 'ব্রিজভূষণ যৌন হেনস্থা করেননি', তদন্তে বয়ান বদল নাবালিকার বাবার
এমনই আবহে এদিন সকালে সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেন ব্রিজভূষণ। তাঁকে নাবালিকার অভিযোগ প্রত্যাহার থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। তবে কোনও প্রশ্নেরই সরাসরি উত্তর দেননি বিজেপির এই 6 বারের সাংসদ। প্রায় প্রতিটি ব্যাপারেই তাঁর একটাই জবাব, আদালত সব জানে। ব্যবস্থা যা নেওয়ার আদালতই নেবে । তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ব্রিজভূষণ। প্রথম দিকে কুস্তিগীরদের নিশানা করলেও পরের দিক থেকে আদালতের উপরে ভরসা রাখার কথাই বলতে শোনা গিয়েছে তাঁকে। এদিন আরও একবার সে কথাই বললেন ব্রিজভূষণ ।