গোন্ডা (উত্তরপ্রদেশ), 12 জুন: ব্রিজ ভূষণ শরণ সিংকে নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি ৷ তার মাঝে তিনিই দাবি করলেন আগামী বছর লোকসভা নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জ আসন থেকেই ৷ ফলে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক স্বাভাবিকভাবেই আরও বৃদ্ধি পেল ৷
সোমবার উত্তরপ্রদেশের গোন্ডায় সংযুক্ত মোর্চা সম্মেলনে ভাষণ দেন এই বিজেপি সাংসদ ৷ সেখানে তিনি বলেন, ‘‘নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2024 সালে বিজেপি সরকার গড়বে ৷ উত্তরপ্রদেশের সব আসনেই জিতবে বিজেপি ৷ আমি কাইসারগঞ্জ লোকসভা আসন থেকে ভোটে লড়ব ৷’’
প্রসঙ্গত, ব্রিজ ভূষণ শুধু একজন সাংসদ নন ৷ তিনি ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতিও ৷ আর তাঁর এই পদে থাকা নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক ৷ তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতদের মতো পদকজয়ী কুস্তিগীররা ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও উঠেছে ৷