দ্বারভাঙা, 16 জানুয়ারি: বিহারের দ্বারভাঙায় সেতু বিপর্যয় ৷ মাঝ নদীর উপর ভেঙে পড়ল ব্রিজ ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কমলা নদীর উপর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি-বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময়ে ভেঙে যায় সেতুটি ৷ ফলে ট্রাকটি ব্রিজটি থেকে নীচে পড়ে আটকে যায় ৷ তেবে ট্রাক চালক প্রাণে রক্ষা পেয়েছেন (Bridge on Kamala river collapsed) ৷
এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও-সহ প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ৷ এই সেতু বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ৷ ভাঙা ব্রিজে আটকে থাকা ট্রাকটিকে সরানোর চেষ্টা চলছে ৷ স্থানীয়রা জানিয়েছেন আশপাশের একাধিক গ্রামের মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য এই সেতুটি ব্যবহার করা হয় ৷ এই দুর্ঘটনার জন্য ব্রিজটির নির্মাণকারী সংস্থার উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা (bridge collapsed in Darbhanga) ৷ এই সেতুটি এদিন ভেঙে পড়ায় তাঁদের যাতায়াতে অসুবিধা হবে বলে দাবি গ্রামবাসীদের ৷ ঘুরপথে যেতে সময়ও অনেক বেশি লাগবে ৷
আরও পড়ুন:মাদুরাইয়ে জাল্লিকাট্টুতে অংশ নেওয়া এক ট্যামারের মৃত্যু, আহত 67