উধমপুর, 14 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের উধমপুরে বৈশাখী উৎসব চলাকালীন ফুটব্রিজ ভেঙে বিপত্তি ৷ শুক্রবার এই ব্রিজ দুর্ঘটনায় প্রায় 40 জন আহত হয়েছেন বলে খবর ৷ যার মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল । পুলিশ সূত্রে খবর, উদ্ধার অভিযান চলছে ।
এদিন বৈশাখী উদযাপনের সময় চেনানি ব্লকের বাইন গ্রামের বেনি সঙ্গমের উপর আচমকাই ভেঙে পড়ে ওই সেতুটি । উধমপুরের চেনানি পৌরসভার চেয়ারম্যান মানিক গুপ্ত জানান, দুর্ঘটনায় বহু লোক আহত হয়েছেন । যার মধ্যে 20 থেকে 25 জন গুরুতর আহত । তিনি বলেন, "আমরা সাতজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছি ।" যদিও কতজন আহত হয়েছেন তা এখনই বলতে নারাজ তিনি ৷
উধমপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর বিনোদ জানান, বাইন গ্রামের বেনি সঙ্গমে এই দুর্ঘটনা ঘটেছে ৷ পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে ৷ অন্যদিকে, এদিন ঘটনার পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো ৷ জানা গিয়েছে, একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ এদিন ফুটব্রিজের উপরে উঠে যায় । মনে করা হচ্ছে সেই ভার নিতে না পেরেই ভেঙে পড়ে সেতুটি ৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কম হবে বলে আশাবাদী প্রশাসন ৷ পাশাপাশি জেলা প্রশাসনের তরফে কোনও আগাম প্রস্তুতি ছিল না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা ৷