মুঙ্গের (বিহার), 22 মে: বিউটি পার্লারে ব্রাইডাল মেকআপের সময় মহিলাকে গুলি করল যুবক ৷ বিহারের মুঙ্গেরের ঘটনা ৷ জানা গিয়েছে, অভিযুক্ত যুবক বিহার পুলিশের কনস্টেবল ৷ মহিলার সঙ্গে তাঁর একতরফা প্রেম ছিল ৷ এদিকে গুলির আঘাতে লুটিয়ে পড়েন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে ৷
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আমান কুমার ওই মহিলার প্রেমে পড়েছিলেন ৷ যে প্রেম ছিল একতরফা ৷ অর্থাৎ, শুধু আমানের দিক থেকেই প্রেম ছিল ৷ মহিলা অন্যজনকে বিয়ে করছে দেখেই সে রেগে গিয়েছিল ৷ বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল 21 মে ৷ তার আগে মহিলা মেকআপের জন্য কস্তুরবা ওয়াটার চকের পার্লারে গিয়েছিলেন ৷
এদিকে পার্লারের কর্মীদের মধ্যে একজন বলেন, "অভিযুক্ত যুবক পার্লারে ওই মহিলার সঙ্গী ছিলেন ৷ মেকআপের সময় মহিলার পিছনে দাঁড়িয়েছিলেন যুবক ৷ আমরা ভেবেছিলাম উনি মহিলার পরিবারের সদস্য ৷ কিন্তু হঠাৎ যুবকটি একটি পিস্তল বের করে মহিলার দিকে তাক করেন ৷ ওনার মাথায় পিস্তল ঠেকানোর সময় যুবকের হাত কাঁপছিল ৷ এরপর গুলি চালাতেই মহিলার কাঁধে এসে লাগে ৷"