পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bride calls off wedding: পাতে পড়েনি পাঁঠার মাংস, পাত্রপক্ষের অদ্ভুত দাবি দেখে বিয়ে বাতিল কনের - বিয়ে বাতিল কনের

মাংস শেষ হয়ে যাওয়ায় পাত্রপক্ষের অনেকের পাতে পরেনি পাঁঠার মাংস ৷ ক্ষেপে লাল পাত্রপক্ষ ৷ পাত্রের এমন রূপ দেখে বিয়ে বাতিল করলেন পাত্রী ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 16, 2023, 8:53 AM IST

Updated : Jun 16, 2023, 9:08 AM IST

সম্বলপুর (ওড়িশা), 16 জুন: নিজের বিয়ে বাতিল করলেন খোদ পাত্রী ৷ পাত্রপক্ষের অদ্ভুত দাবির প্রতিবাদে রুখে দাঁড়ালেন ওড়িশার সম্বলপুরের ধামা এলাকার এই পাত্রী ৷ এমন ঘটনায় হতচকিত হয়ে পড়ে পাত্রপক্ষ ৷ বউ ছাড়াই বাড়ি ফিরতে হল তাদের ৷ ঘটনায় নেটদুনিয়ায় প্রশংসিত পাত্রীর বাহাদুরি ৷

জানা গিয়েছে, সম্বলপুরের সুন্দরগড়ের বাসিন্দা ওই পাত্র ৷ তিনি ব্যাঙ্কে কর্মরত ৷ তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ধামা এলাকার পাত্রীর ৷ রবিবার ছিল বিয়ের দিন ৷ এই দিনটা নিয়ে সব মেয়েরেই নিজস্ব স্বপ্ন থাকে ৷ মনের পাত্র পেয়েছিলেন তিনি ৷ বিয়েকে কেন্দ্র করে গমগম করছিল গোটা এলাকা ৷ বিপত্তি ঘটে যখন বরপক্ষের লোকজন রাতের খাবার খেতে বসেন ৷

বরপক্ষের অনেকের খাওয়া হয়ে গিয়েছে ৷ বাকি আর মাত্র কয়েকজন ৷ কি্নতু খেতে বসে তাঁরা দেখেন, মাংস শেষ হয়ে গিয়েছে ৷ রাত হয়ে যাওয়ার কারণে নতুন করে মাংস এনে তা তৈরি করাও সম্ভব ছিল না পাত্রীপক্ষের পরিবারের ৷ কিন্তু সেখানেই বেঁকে বসেন পাত্রপক্ষের দল ৷ তাঁদের দাবি একটাই, পাঁঠার মাংস দিতেই হবে ৷ এই নিয়েই শুরু তর্ক-বিতর্ক ৷ পাত্রীর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পাত্রপক্ষের লোকজন ৷ এই ঘটনা বাড়তে থাকায় এগিয়ে আসেন পাত্রী ৷

আরও পড়ুন: লন্ডনে ব্রাজিলিয়ান যুবকের হাতে কুপিয়ে খুন হায়দরাবাদের তরুণী

তিনি স্পষ্টতই জানিয়ে দেন, এই বিয়ে তিনি আর করবেন না ৷ পাত্রী বলেন, " সবকিছুই ঠিকঠাক চলছিল ৷ সবাই পেটভরে খাবারও খেয়েছেন ৷ কিন্তু শেষপাতে মাংস শেষ হয়ে গিয়েছিল ৷ পাত্রপক্ষের কয়েকজন তখনও বাকি ছিলেন ৷ তাঁরা মাংসের দাবিতে আমার বাবার সঙ্গে বচসা করতে থাকেন ৷ খারাপ ব্যবহারও করেন ৷ আমাদের পরিবারের তরফ থেকে বার বার তাঁদের শান্ত হতে বলা হচ্ছিল ৷ এমনকী, বিষয়টা মিটিয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছিল ৷ কিন্তু তাঁরা শোনেননি ৷" এরপর তিনি বলেন," যাঁর সঙ্গে আমি সারাটা জীবন কাটাতে চলেছি, সে যদি এই রকম মানসিকতার হয়, তাহলে কী করে তাঁকে বিয়ে কবর ৷ সেই কারণে আমি এই বিয়ে বাতিল করেছি ৷"

যদিও মাংসের জন্য বিয়ে বাতিলের কথা অস্বীকার করেছে পাত্রপক্ষ ৷ তাঁদের দাবি, আগে থেকেই তাঁদের বলা হয়েছিল, বরপক্ষের তরফ থেকে 200 জন হতে পারে ৷ কিন্তু পাত্রপক্ষ গিয়েছিল 150 জন ৷ যাঁদের মধ্যে অনেকেই না খেয়ে ছিলেন ৷ তাঁদের খাবারের ব্যবস্থা করার কথা বললে, পাত্রীপক্ষের তরফ থেকে খারাপ ব্যবহার করা হয় ৷

Last Updated : Jun 16, 2023, 9:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details