সম্বলপুর (ওড়িশা), 16 জুন: নিজের বিয়ে বাতিল করলেন খোদ পাত্রী ৷ পাত্রপক্ষের অদ্ভুত দাবির প্রতিবাদে রুখে দাঁড়ালেন ওড়িশার সম্বলপুরের ধামা এলাকার এই পাত্রী ৷ এমন ঘটনায় হতচকিত হয়ে পড়ে পাত্রপক্ষ ৷ বউ ছাড়াই বাড়ি ফিরতে হল তাদের ৷ ঘটনায় নেটদুনিয়ায় প্রশংসিত পাত্রীর বাহাদুরি ৷
জানা গিয়েছে, সম্বলপুরের সুন্দরগড়ের বাসিন্দা ওই পাত্র ৷ তিনি ব্যাঙ্কে কর্মরত ৷ তাঁর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ধামা এলাকার পাত্রীর ৷ রবিবার ছিল বিয়ের দিন ৷ এই দিনটা নিয়ে সব মেয়েরেই নিজস্ব স্বপ্ন থাকে ৷ মনের পাত্র পেয়েছিলেন তিনি ৷ বিয়েকে কেন্দ্র করে গমগম করছিল গোটা এলাকা ৷ বিপত্তি ঘটে যখন বরপক্ষের লোকজন রাতের খাবার খেতে বসেন ৷
বরপক্ষের অনেকের খাওয়া হয়ে গিয়েছে ৷ বাকি আর মাত্র কয়েকজন ৷ কি্নতু খেতে বসে তাঁরা দেখেন, মাংস শেষ হয়ে গিয়েছে ৷ রাত হয়ে যাওয়ার কারণে নতুন করে মাংস এনে তা তৈরি করাও সম্ভব ছিল না পাত্রীপক্ষের পরিবারের ৷ কিন্তু সেখানেই বেঁকে বসেন পাত্রপক্ষের দল ৷ তাঁদের দাবি একটাই, পাঁঠার মাংস দিতেই হবে ৷ এই নিয়েই শুরু তর্ক-বিতর্ক ৷ পাত্রীর পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পাত্রপক্ষের লোকজন ৷ এই ঘটনা বাড়তে থাকায় এগিয়ে আসেন পাত্রী ৷