ফারুখাবাদ, 21 জানুয়ারি: বর অশিক্ষিত ৷ বিয়ের ঠিক আগেই একথা জানতে পারেন কনে ৷ আর সেই কারণেই বিয়ের অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেন তিনি (Bride Calls Off Marriage) ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফারুখাবাদে (Farrukhabad) ৷ সূত্রের দাবি, বরের পেটে যে বিদ্যে নেই, সেকথা আগে কনেপক্ষকে জানানোই হয়নি ! কিন্তু, বিয়ের আগে বিষয়টি জেনে যান তাঁরা ৷ সঙ্গে সঙ্গে কনে সাফ জানিয়ে দেন, এই বিয়ে তিনি কোনও মতেই করবেন না ৷ যার জেরে বন্ধ করতে হয় যাবতীয় আচার ৷ নতুন বউকে ছাড়াই ফিরে যেতে হয় বরপক্ষককে ৷
গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফারুখাবাদ জেলার মহম্মদবাদ কোতওয়ালি এলাকায় ৷ এই এলাকার নিয়ম অনুসারে, বিয়ের সময় দেবাচার অনুষ্ঠান পালন করা হয় ৷ সেই রীতিতে কনের ভাই হবু জামাইকে টাকা গুনতে বলেন ৷ কিন্তু, সেই আচার পালন করতে গিয়েই হাটে হাঁড়ি ভেঙে যায় ! কনের ভাইয়ের দেওয়া নোটের তাড়া গুনতেই পারেননি বর বাবাজি ! তারপরই জানা যায়, পাত্র নিরক্ষর ! এই কথা শুনে মাথায় হাত পড়ে কনেপক্ষের ৷ তাঁরা বুঝতে পারেন তাঁদের সঙ্গে বিরাট প্রতারণা হয়েছে ৷