নয়া দিল্লি, 25 অগস্ট : আন্তর্জাতিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে আফগানিস্তান দখল করেছে তালিবান গোষ্ঠী ৷ চিন্তিত ব্রিকস (BRICS, Brazil-Russia-India-China-South Africa) ৷ গতকাল মধ্যরাতে ব্রিকস গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (National Security Advisors) ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ৷ 13তম ব্রিকস বৈঠকে (BRICS Summit) সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Securit Advisor) অজিত দোভাল (Ajit Doval) ৷ 2012, 2016-র পর এই নিয়ে তৃতীয়বার ব্রিকস সম্মেলনে নেতৃত্ব দিল ভারত ৷
তালিবান গোষ্ঠী আফগানিস্তান দখলের এক সপ্তাহ পর ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার মিলিত এই বৈঠকে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে প্রতিটি দেশ ৷ দেশগুলির উপর তালিবান-পরবর্তী আফগানিস্তানের প্রভাব নিয়ে আলোচনা হয়েছে ৷ গুরুত্ব পেয়েছে জঙ্গি হামলা ও মাদক পাচারের মতো বিষয়ও ৷
অন্যদিকে, গতকাল আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের সুরক্ষিত ভাবে বের করা আনার উপর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (British Prime Minister Boris Johnson) নেতৃত্বে জরুরি আলোচনা হয় জি-7 বৈঠকে (G-7) ৷ বর্তমানে তিনি জি-7 গোষ্ঠীর সভাপতি ৷ জি-7-এর অন্তর্ভুক্ত দেশগুলি কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ব্রিটেন ৷