পুনে, 16 জুলাই: এক তরুণী প্রাণ সঞ্চার করলেন পাঁচ-পাঁচটি দেহে ৷ মহারাষ্ট্রের পুনেতে এক তরুণীর ব্রেন-ডেথ হওয়ার পর তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলি পুনের কম্যান্ড হাসপাতালে পাঁচ জনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ৷ এর মধ্যে দু'জন সেনা জওয়ান (Brain-dead woman gives life to two Army soldiers, donates kidneys in Pune Maharashtra) ৷
প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, "একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর এক তরুণীকে তাঁর শেষ অবস্থায় কম্যান্ড হাসপাতালে (সাউদার্ন কম্যান্ড) নিয়ে আসা হয় ৷ তাঁর পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দান করার বিষয়টি জানতেন ৷ হাসপাতালের ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেটরের সঙ্গে আলোচনার পর পরিবার তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলি দান করতে রাজি হয় ৷"
প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে হাসপাতালের ট্রান্সপ্ল্যান্ট টিমকে সঙ্গে সঙ্গে সচেতন করা হয় ৷ পাশাপাশি জোনাল ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেশন সেন্টার (Zonal Transplant Coordination Centre, ZTCC) সেনাবাহিনীর অঙ্গ প্রতিস্থাপন কর্তৃপক্ষকে (Army Organ Retrival and Transplant Authority, AORTS) সতর্ক করা হয়, জানিয়েছে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক ৷