পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pune Organ Donation: পুনেতে ব্রেন-ডেথ তরুণীর, প্রাণ পেল দুই ভারতীয় সেনা জওয়ান

মর্মান্তিক একটি ঘটনায় আহত এক তরুণীকে কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় ৷ ততক্ষণে তাঁর ব্রেন-ডেথ হয়ে গিয়েছে ৷ পরিবারের সদস্যরা তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলি দানের সিদ্ধান্ত নেয় (Pune Organ Donation) ৷

Pune Command Hospital Organ Donation
পুনের কম্যান্ড হাসপাতালে দুই জওয়ান

By

Published : Jul 16, 2022, 2:17 PM IST

পুনে, 16 জুলাই: এক তরুণী প্রাণ সঞ্চার করলেন পাঁচ-পাঁচটি দেহে ৷ মহারাষ্ট্রের পুনেতে এক তরুণীর ব্রেন-ডেথ হওয়ার পর তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলি পুনের কম্যান্ড হাসপাতালে পাঁচ জনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে ৷ এর মধ্যে দু'জন সেনা জওয়ান (Brain-dead woman gives life to two Army soldiers, donates kidneys in Pune Maharashtra) ৷

প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, "একটি দুর্ভাগ্যজনক ঘটনার পর এক তরুণীকে তাঁর শেষ অবস্থায় কম্যান্ড হাসপাতালে (সাউদার্ন কম্যান্ড) নিয়ে আসা হয় ৷ তাঁর পরিবারের সদস্যরা অঙ্গপ্রত্যঙ্গ দান করার বিষয়টি জানতেন ৷ হাসপাতালের ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেটরের সঙ্গে আলোচনার পর পরিবার তাঁর অঙ্গপ্রত্যঙ্গগুলি দান করতে রাজি হয় ৷"

প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে হাসপাতালের ট্রান্সপ্ল্যান্ট টিমকে সঙ্গে সঙ্গে সচেতন করা হয় ৷ পাশাপাশি জোনাল ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেশন সেন্টার (Zonal Transplant Coordination Centre, ZTCC) সেনাবাহিনীর অঙ্গ প্রতিস্থাপন কর্তৃপক্ষকে (Army Organ Retrival and Transplant Authority, AORTS) সতর্ক করা হয়, জানিয়েছে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক ৷

আরও পড়ুন: ব্রেন ডেথ কিশোরের অঙ্গদান , নতুন জীবন পেল 4 জন

14 জুলাই সারারাত ও 15 জুলাই সকালে দু'জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানের শরীরে অস্ত্রোপচার করে তরুণীর দু'টি কিডনি প্রতিস্থাপন করা হয় ৷ চোখ দু'টি সেনাবাহিনীর হাসপাতালের কমপ্লেক্সের আইব্যাঙ্কে সংরক্ষিত করা হয়েছে ৷ যকৃৎটি পুনের রুবি হল ক্লিনিকের এক রোগীকে দেওয়া হয় ৷

কথায় আছে, "তোমার অঙ্গপ্রত্যঙ্গগুলো স্বর্গে নিয়ে যেও না৷ ঈশ্বর জানেন, ওগুলো আমাদের এখানে দরকার !" মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে অঙ্গ দানের এই মানবিক পদক্ষেপটি মানুষকে আরও সচেতন ও উৎসাহিত করবে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷

ABOUT THE AUTHOR

...view details