পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিতর্কে ঘি! ওড়িশায় ব্রাহ্মণদের সৎকারে বরাদ্দ শ্মশানের নাম বদলে হল 'স্বর্গদ্বার' - কেন্দ্রপাড়া পৌরসভা

'Brahmin only' crematorium in Odisha: এই শ্মশানে শুধুমাত্র ব্রাহ্মণদের সৎকার হবে ৷ এমনটাই জানিয়েছে ওড়িশার প্রাচীন কেন্দ্রাপাড়া শ্মশান ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এর মধ্যে শ্মশানের নাম বদল করল পৌরসভা কর্তৃপক্ষ ৷

ETV Bharat
ওড়িশার কেন্দ্রাপাড়ায় ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট শ্মশান ঘিরে বিতর্ক

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 4:03 PM IST

কেন্দ্রাপাড়া (ওড়িশা), 22 নভেম্বর:বিতর্কের জেরেই কি পদক্ষেপ? ওড়িশার কেন্দ্রাপাড়ার যে শ্মশান ঘিরে জাতপাতের প্রশ্ন ওঠে, সেই শ্মশানের নাম বদলে গেল ৷ শ্মশানের নতুন নাম 'স্বর্গদ্বার'। ওড়িশার কেন্দ্রাপাড়ায় এই শ্মশান শুধুমাত্র ব্রাহ্মণদের শেষকৃত্যের জন্যই করা হয়েছে বলে খবর ৷ হাজারিবাগিচা এলাকায় অবস্থিত এই শ্মশান নিয়েই বিতর্ক তৈরি হয় । তারই মাঝে বুধবার ব্রাহ্মণ শ্রেণির জন্য নির্দিষ্ট এই শ্মশানের নাম বদল করা হল ৷

155 বছরের পুরনো কেন্দ্রাপাড়া পৌরসভাটি রাজ্যের মধ্যে সবচেয়ে পুরনো ৷ ব্রাহ্মণদের জন্য সংরক্ষিত শ্মশানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রাচীন এই পৌরসভা ৷ এই শ্মশানের প্রবেশ দ্বারের সামনে পৌরসভা কর্তৃপক্ষ একটি বোর্ডে পরিষ্কার লিখে দেয়, এই শ্মশানে শুধুমাত্র ব্রাহ্মণদের মৃতদেহ সৎকার করা হবে ৷ তবে স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই এই শ্মশানে ব্রাহ্মণদের দেহ সৎকার হয়ে আসছে ৷ সম্প্রতি এই শ্মশানের সংস্কার সাধন হয় ৷ তারপরই এই বোর্ডটি লাগিয়ে, সরকারিভাবে বিষয়টি জানানো হয়েছে ৷ ব্রাহ্মণ ছাড়া অন্য জাতের মানুষের দেহ কাছাকাছি একটি শ্মশানে সৎকার করা হয় ৷ সেই শ্মশানটিও সম্প্রতি সংস্কার করা হয়েছে ৷

ব্রাহ্মণদের জন্য নির্দিষ্ট শ্মশান প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রাপাড়া পৌরসভার আধিকারিক প্রফুল্ল চন্দ্র বিসওয়াল বলেন, "এই বিষয়টি আমাদের নজরে এসেছে ৷ আমরা সব দিক খতিয়ে দেখছি ৷ বর্ণবৈষম্যের অভিযোগ প্রমাণিত হলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷" স্বভাবতই এমন ঘটনায় দলিত সমাজকর্মী এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন ৷

ওড়িশা দলিত সমাজের জেলা সভাপতি নগেন্দ্র জেনা বলেন, "ব্রাহ্মণদের জন্য একটি নির্দিষ্ট শ্মশানের ব্যবস্থা হয়েছে ৷ আর তার রক্ষণাবেক্ষণ করছে পৌরসভা ৷ এই ঘটনায় আমি স্তম্ভিত ৷ এভাবে পৌরসভা আইন লঙ্ঘন করছে এবং বর্ণবৈষম্য ছড়িয়ে দিচ্ছে৷ যত শীঘ্র সম্ভব এটা দূর করা উচিত ৷" সিপিএম নেতা গয়াধর ঢাল জানিয়েছেন, কোনও শ্মশান শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য, এটা পৌরসভা করতে পারে না ৷

আরও পড়ুন:

  1. মৃতদেহে বর্ণবৈষম্য ! ওড়িশায় শুধুমাত্র ব্রাহ্মণদের দেহ সৎকারে শ্মশান বরাদ্দ
  2. মৃণালরাই তাঁকে শ্মশান থেকে উদ্ধার করেছেন, চিঠিতে অকপট ঋত্বিক পত্নী
  3. অস্থি দিয়ে শুরু হয়েছিল পুজো, 200 বছর পরে আজও বহাল সেই প্রথা

ABOUT THE AUTHOR

...view details