পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংস্কৃতকে জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন আম্বেদকর: বিচারপতি বোবদে - এসআর বোবদে

প্রধান বিচারপতি বলেন, আম্বেদকরের প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন মোল্লা, পণ্ডিত ও পুরহিতরা ৷

br-ambedkar-proposed-to-make-sanskrit-as-national-language-of-country
br-ambedkar-proposed-to-make-sanskrit-as-national-language-of-country

By

Published : Apr 15, 2021, 11:01 AM IST

নাগপুর, 15 এপ্রিল: আম্বেদকর সংস্কৃতকে দেশের জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি ৷ মহারাষ্ট্র আইন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ বোবদে ৷

বিআর আম্বেদকরের 130তম জন্ম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "ড. আম্বেদকর সংস্কৃতকে দেশের জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন ৷ তারপর কী হয়েছিল জানা নেই, তবে সেই প্রস্তাবের স্বপক্ষে স্বাক্ষর করেছিলেন মোল্লা, পণ্ডিত ও পুরহিতরা ৷ এবং অবশ্যই স্বয়ং ড. বিআর আম্বেদকরও ৷" তাঁর কথায়, 'ন্যায়শাস্ত্র' অরিস্টটল থেকে কোনও অংশে কম নয় ৷ বলেন, "কেন আমরা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের সুবিধা নেব না !"

আরও পড়ুন: ধর্ষণ মামলার দ্রুত শুনানি, 2 বিচারপতির প্যানেল গঠন প্রধান বিচারপতির

বিচারপতি বোবদে আরও বলেন, "আম্বেদকররের বক্তব্য ছিল, উত্তর ভারত তামিলকে গ্রহণ করবে না, তেমনই দক্ষিণ ভারত হিন্দিকে গ্রহণ করতে পারবে না, কিন্তু দুই পক্ষই সংস্কৃতের বিরোধিতা করবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details