নাগপুর, 15 এপ্রিল: আম্বেদকর সংস্কৃতকে দেশের জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি ৷ মহারাষ্ট্র আইন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ বোবদে ৷
বিআর আম্বেদকরের 130তম জন্ম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, "ড. আম্বেদকর সংস্কৃতকে দেশের জাতীয় ভাষা করার প্রস্তাব দিয়েছিলেন ৷ তারপর কী হয়েছিল জানা নেই, তবে সেই প্রস্তাবের স্বপক্ষে স্বাক্ষর করেছিলেন মোল্লা, পণ্ডিত ও পুরহিতরা ৷ এবং অবশ্যই স্বয়ং ড. বিআর আম্বেদকরও ৷" তাঁর কথায়, 'ন্যায়শাস্ত্র' অরিস্টটল থেকে কোনও অংশে কম নয় ৷ বলেন, "কেন আমরা আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের সুবিধা নেব না !"