গুয়াহাটি, 26 মে : প্রয়াত হলেন বোরোল্যান্ড পিপল'স ফ্রন্টের বিধায়ক মাজেন্দ্র নারজারি ৷ আজ সকাল সাড়ে পাঁচটায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা যান তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 ৷
আরও পড়ুন : যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়
গুয়াহাটি, 26 মে : প্রয়াত হলেন বোরোল্যান্ড পিপল'স ফ্রন্টের বিধায়ক মাজেন্দ্র নারজারি ৷ আজ সকাল সাড়ে পাঁচটায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে মারা যান তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 ৷
আরও পড়ুন : যশের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়
কোভিড-19-এ সংক্রামিত হওয়ার পর তাঁকে এখানে ভর্তি করা হয় ৷ কোভিড-পরবর্তী শারীরিক জটিলতার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ তিনি গোঁসাইগাঁও থেকে চার বার বিধায়ক হয়েছিলেন ৷
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷