বিশাখাপত্তনম , 26 সেপ্টেম্বর: সিগারেট নিয়ে ঝগড়া ৷ এর জেরে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তাঁর বন্ধুদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ৷ মৃতের নাম চিন্না ৷ বয়স 17 বছর ৷ পুলিশ ঘটনার চারজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, নুকালাম্মা নামে এক মহিলা তাঁর ছেলে চিন্নার সঙ্গে এভিএন কলেজের কাছে থাকেন । কিছুদিন ধরেই বাজে নেশায় আসক্ত হয়ে পড়েছিল চিন্না । এখন গণেশ উৎসব চলছে ৷ এই মাসের 20 তারিখে কিশোর তাঁর বন্ধুদের সঙ্গে গণেশ উৎসবে অংশ নিয়েছিল ।
জানা গিয়েছে, 21 তারিখ ভোরে চিন্না এবং অন্য চার কিশোর সিগারেট খাচ্ছিল । সেসময় সিগারেট নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয় । এরপরেই বন্ধুরা চিন্নাকে শ্বাসরোধ করে হত্যা এবং দেহ বস্তায় লুকিয়ে রাখে বলে অভিযোগ । এরপর সেই দেহ ঠিকানা লাগানো হয় ৷ সূত্রের খবর, অভিযুক্তরা সবাই ভোরে অটোচালক রামুকে নিয়ে গণেশ উৎসবের সামগ্রী সমুদ্রে ফেলতে যায় । এ সময় অভিযুক্তরা চিনার দেহ নিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে জলে ফেলে দিয়ে আসে । পুলিশ পরে দেহটি সমুদ্র থেকে উদ্ধার করে ৷ দেহ উদ্ধারের পর পুলিশ অটোচালককে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ চালানো হয় ৷ তিনি তখন ওই চার যুবকের কথা জানান । এরপরেই শনিবার তাদের গ্রেফতার করেছে পুলিশ । তদন্তে অভিযুক্তরা ঘটনার কথা স্বীকার করেছে । চারজনই নাবালক, তাই তাদেরকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ।