কোঝিকোড়, 21 এপ্রিল: আইসক্রিম খেয়ে ছাত্রমৃত্যুর ঘটনাকে খুন বলে জানাল পুলিশ ৷ সোমবার কেরলের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় আহমেদ হাসান রিফাই (12) নামে এক বালক ৷ সে আরিককুলামের স্থানীয় বাসিন্দা কোরোথ মুহাম্মাদালির ছেলে ৷ এই ঘটনায় মুহাম্মদালির বোন বছর আটত্রিশের তাহিরাকে গ্রেফতার করেছে স্থানীয় কয়লান্দি থানার পুলিশ ৷
বিষ মেশানো আইসক্রিম খাওয়াতেই বালকের মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে ৷ আরিককুলামের একটি দোকান থেকে কেনা আইসক্রিমে বিষ মেশানো হয়েছিল ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে এই বিষ মেশানোর কথা স্বীকার করেছেন ৷ তিনি জানান, মুহাম্মদালির স্ত্রীকে খাওয়ানোর জন্য তিনি এই কাজ করেছিলেন ৷ কিন্তু তারা বাড়িতে না থাকায় ছেলেটি বিষ মেশানো আইসক্রিমটি খেয়ে ফেলে ৷ দুই পরিবারই পাশাপাশি বাড়িতে বসবাস করে ৷ তবে তাহিরা মানসিক রোগে ভুগছেন বলেও জানিয়েছে পুলিশ ৷
রবিবার ছেলেটি বিষ মেশানো আইসক্রিম খেয়ে ফেলে ৷ তারপর থেকেই সে বমি করতে থাকে ৷ তখন তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতেও সুস্থ না হওয়ায় সোমবার সকালে তাকে কয়লান্দি তালুক হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় কিছুক্ষণ পরই তাকে কালিকট মেডিক্যাল কলেজে রেফার করা হয় ৷ এরপরও সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবারই তার মৃত্যু হয় ৷ মৃতদেহ কালিকট মেডিক্যাল কলেজে আনার পর কয়লান্ডিপুলিশ তদন্তের প্রস্তুতি নেয় ৷