পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Beaten to Death: ছাত্রকে লোহার রড দিয়ে মার শিক্ষকের, মৃত চতুর্থ শ্রেণির পড়ুয়া - Gadag District

ক্লাসে কথা বলার অপরাধে অতিথি শিক্ষকের মারে মৃত্যু হল ন'বছরের স্কুল ছাত্রের ৷ অভিযোগ, শাস্তি হিসেবে খুদে পড়ুয়াকে লোহার রড দিয়ে মারেন অতিথি শিক্ষক (Boy Beaten to Death With Iron Rod by Guest Faculty at school) ৷ শিউরে ওঠার মতো ঘটনাটি কর্ণাটকের গড়গ জেলার হাদালি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৷

Student Beaten to Death
পড়ুয়ার মৃত্যুতে স্কুলে শোকের ছায়া

By

Published : Dec 19, 2022, 9:34 PM IST

গড়গ (কর্ণাটক), 19 ডিসেম্বর: অপরাধ সহপাঠীর সঙ্গে ক্লাস চলাকালীন কথা বলেছে সে ৷ তার শাস্তি কি না জীবন দিয়ে দিতে হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়াকে ৷ ক্লাসে কথা বলার অপরাধে অতিথি শিক্ষকের মারে মৃত্যু হল ন'বছরের স্কুল ছাত্রের (Boy Beaten to Death With Iron Rod by Guest Faculty at school) ৷ অভিযোগ, শাস্তি হিসেবে খুদে পড়ুয়াকে লোহার রড দিয়ে মারেন অতিথি শিক্ষক ৷ শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর ৷ শিউরে ওঠার মতো ঘটনাটি কর্ণাটকের গড়গ জেলার (Gadag District) হাদালি গ্রামের (Hadali Village) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৷

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক মুত্তু হাদালি ৷ হাদালি গ্রামের গভর্নমেন্ট মডেল প্রাইমারি স্কুল শনিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে ৷ মৃত পড়ুয়া ভরত বারাকেরি'র মা গীতা বারাকেরি ওই স্কুলেরই শিক্ষিকা বলে খবর ৷ গীতা দেবীকেও অভিযুক্ত অতিথি শিক্ষক হেনস্তা করে বলে অভিযোগ ৷

শনিবার ক্লাস চলাকালীন এক সহপাঠীর সঙ্গে কথা বলছিল চতুর্থ শ্রেণির পড়ুয়া ভরত ৷ খুদে পড়ুয়াকে সবক শেখাতে গিয়ে তাঁকে লোহার রড দিয়ে মারধর করে মুত্তু হাদালি ৷ তখন সহজাতভাবেই ওই স্কুলে চাকুরিরত মায়ের কাছে ছুটে যায় ভরত ৷ স্বাভাবিক নিয়মেই শিক্ষকের মারের হাত থেকে সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন মা ৷ কিন্তু সেসব কাজে আসেনি ৷ তারপরেও পড়ুয়াকে মারধর চালিয়ে যায় ওই শিক্ষক ৷ এমনকী সন্তানকে আটকাতে গিয়ে আক্রান্ত হতে হয় মা-কেও ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ভরতকে হুবালিক কেআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে ৷

আরও পড়ুন:ফোনে বেশি সময় কথা বলায় মেয়েকে শ্বাসরোধ করে খুন

অভিযুক্ত মুত্তু হাদালির নামে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে ৷ অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ৷ অভিযুক্তের ক্ষোভের কারণ সম্পর্কে এখনও অবগত নয় পুলিশ ৷ তদন্ত চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details