পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রশান্ত কিশোরের বিহারের বাড়িতে চলল বুলডোজ়ার, ভাঙা হল বাড়ির কিছুটা অংশ

জাতীয় সড়ক চওড়া করতে অধিগৃহীত জমি খালি করার প্রক্রিয়া বহুদিন থেকে জারি রেখেছে এনএইচআইএ । প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশও তার মধ্যে পড়েছিল । তাই ওই অংশটা ভেঙে ফেলা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

Prashant Kishore
প্রশান্ত কিশোর

By

Published : Feb 13, 2021, 8:54 AM IST

বক্সার, 13 ফেব্রুয়ারি : ভোটকুশলী প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়িতে চলল বুলডোজ়ার । দশ মিনিটের মধ্যেই ভেঙে ফেলা হয় বাড়ির সীমানা প্রাচীর ও মূল দরজা । বিহারে আহিরৌলি গ্রামে 84 নম্বর জাতীয় সড়কের কাছেই তাঁর বাড়ি । প্রশাসনের নির্দেশে তাঁর এই বাড়ির কিছুটা অংশ ভেঙে ফেলা হয়েছে বলে খবর ।

প্রশাসন সূত্রে খবর, জাতীয় সড়ক চওড়া করার জন্য প্রশান্ত কিশোরের বাড়ি ভাঙা হয়েছে । কারণ, তাঁর বাড়ির জমির কিছুটা অংশ জাতীয় সড়কের মধ্যে পড়েছিল । তবে, প্রশান্ত কিশোরের জমির এই অংশের জন্য এনএইচআইএ-র তরফে কোনও ক্ষতিপূরণ নেওয়া হয়নি ।

আরও পড়ুন, "মোদি, শাহ বন্ধু... বিজেপিতে যাওয়ায় ভুল কিছু নেই"

জাতীয় সড়ক চওড়া করতে অধিগৃহীত জমি খালি করার প্রক্রিয়া বহুদিন থেকে জারি রেখেছে এনএইচআইএ । প্রশান্ত কিশোরের বাড়ির কিছুটা অংশও তার মধ্যে পড়েছিল । তাই ওই অংশটা ভেঙে ফেলা হয়েছে । তাঁর বাবা শ্রীকান্ত পাণ্ডে বাড়িটি তৈরি করেছিলেন । যদিও প্রশান্ত কিশোর এখন আর এই বাড়িতে থাকেন না ।

ভোটকুশলী হিসাবে প্রশান্ত কিশোর বহু রাজনৈতিক দলকে ক্ষমতার আসনে বসিয়েছেন । তাঁর বুদ্ধি ও পরামর্শে 2015-র বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন নীতীশ কুমার । এরপরেই নীতীশ তাঁকে রাষ্ট্রীয় জনতা দলের সহ-সভাপতি পদে নিযুক্ত করেন । কিন্তু, বিজেপির সঙ্গে নীতীশের হাত মেলানো ও জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি) নিয়ে দলের সঙ্গে মতভেদের কারণে তাঁকে রাষ্ট্রীয় জনতা দল থেকে বহিষ্কার করা হয় । বর্তমানে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গের শাসকদলের ভোট-কুশলী ।

অনেকে মনে করছেন নীতীশের এই বাড়ি ভাঙার পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে । তবে, স্থানীয় প্রশাসনের দাবি, কোনও রাজনৈতিক নয় কারণ নয়, রাস্তা চওড়া করার জন্যই তাঁর বাড়ির কিছুটা অংশ ভাঙা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details