দেওঘর, 19 ডিসেম্বর: গতকাল রাতে খাওয়ার জল আনতে বাড়ি থেকে বেরিয়েছিল 17 বছরের একটি মেয়ে ৷ আর আজ তাকে উদ্ধার করা হয় দু'টো পা কাটা অবস্থায় ৷
Jasidih police: নিখোঁজ নাবালিকার খোঁজ মিলল রেললাইনের ধারে পা কাটা অবস্থায় - Deoghar news
রবিবার রাতে বাড়ির আশপাশ থেকেই নিখোঁজ হয়ে যায় বছর সতেরোর একটি মেয়ে ৷ সে তখন খাওয়ার জল আনতে গিয়েছিল ৷ সোমবার অর্থাৎ আজ তাঁকে উদ্ধার করা হয় এলাকার রেললাইনের পাশ থেকে ৷ দু'টি পা কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে ৷ বর্তমানে ওই মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তার চিকিৎসা চলছে ৷ পরিবারের সদস্যরা এই অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন ৷
সে পুলিশকে জানিয়েছে, রাতে বেরনোর পর হঠাৎ করে একটি বাইকে করে কারা যেন আসে মুখে ও নাকে রুমাল চেপে ধরেছিল ৷ সে চেঁচানোর চেষ্টা করলেও তারা তার মুখ জোড়ে চেপে ধরে । আর তার কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে যায় ৷ তারপর থেকে তার আর কিছুই মনে নেই ৷ এরপর জসিডি থানা এলাকার জামুনিয়া গঞ্জোরার কাছে, দু'টো পা কাটা গুরুতর অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় লোকজনরা। তাঁরা তড়িঘড়ি খবর দেন জসিডি থানায় ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মেয়েটিকে চিকিৎসার জন্য দেওঘর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। খবর দেওয়া হয় মেয়েটির বাড়িতে ৷
মেয়েটির বাবা জানান, খবর পাওয়ার পরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। রাত 11টার দিকে সে বাড়ি থেকে বেরোয় এরপর আর ফেরেনি। তাঁরা এলাকার চারপাশ খোঁজাখুঁজি করেন কিন্তু মেয়েকে খুঁজে পান না ৷ মোবাইল নম্বরে ফোন করা হয় কিন্তু কোনও উত্তর পাওয়া যায় না ৷ আর আজ তার এমন অবস্থা ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জসিডি থানার পুলিশ। ছাত্রীর জবানবন্দি রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে জানানো হয়েছে ৷