পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Ruckus Over Rahul's Remark: রাহুলের 'গণতন্ত্র বিপন্ন' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির - বাজেট অধিবেশন

লন্ডনে রাহুল গান্ধির ভাষণে ‘ভারতের গণতন্ত্র বিপন্ন’ মন্তব্যের জের এবার সংসদের উভয় কক্ষে (Parliament Ruckus Over Rahul's Remark) ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভা ৷

Parliament Ruckus Over Rahul's Remark ETV BHARAT
Parliament Ruckus Over Rahul's Remark

By

Published : Mar 13, 2023, 2:28 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায়ের প্রথমদিন ছিল সোমবার ৷ আর তার শুরুটাই হল তুমুল হই হট্টোগোলের মধ্যে দিয়ে (Both Houses of Parliament Ruckus) ৷ যার জেরে বেশ কিছুক্ষণের জন্য সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ লন্ডনে রাহুল গান্ধির ভাষণকে ঘিরে এ দিন উত্তাল হয়ে ওঠে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ এনডিএ জোটের সাংসদরাই এদিন রাহুল গান্ধির ভাষণের বিরোধিতা করে হট্টগোল শুরু করেন ৷ উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে বলেছিলেন, 'ভারতে গণতন্ত্র বিপন্ন’ (Rahul Gandhi Democracy in Danger Remark) ৷ সেই নিয়েই এ দিন রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে এই দাবি তোলেন বিজেপি এবং এনডিএ জোটের অন্যান্য সাংসদরা ৷

আজ অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় শাসক বিজেপি এবং বিরোধী সদস্যদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয় রাহুলের ভাষণকে ঘিরে ৷ এদিন রাজ্যসভায় বিজেপির দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাহুল গান্ধির লন্ডনের ভাষণকে ‘জঞ্জাল' বলে কটাক্ষ করেছেন ৷ পাশাপাশি, তাঁকে রাজ্যসভায় এসে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন পীযূষ গোয়েল ৷ এদিন রাহুল গান্ধির নাম না-করেই পীযূষ গোয়েল কংগ্রেস সাংসদকে নিশানা করতে থাকেন ৷ অভিযোগ তোলেন, জরুরি অবস্থার সময় ভারতের গণতন্ত্র বিপন্ন ছিল ৷ কংগ্রেস নেতারা সংসদ কক্ষে সংসদীয় কাগজ ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন ৷ সেই সময় গণতন্ত্র বিপন্ন হয়েছিল ৷

তবে, পীযূষ গোয়েলের রাহুল গান্ধিকে রাজ্যসভার অধিবেশনে গিয়ে ক্ষমা চাওয়ার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি প্রশ্ন তোলেন, রাজ্যসভার সদস্য নন, এমন একজনকে কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে অধিবেশনে ডাকার কথা বলেন ? পীযূষ গোয়েলের এই প্রস্তাব কখনই গ্রহণযোগ্য নয় বলে জানান খাড়গে ৷

একই ইস্যুতে লোকসভাতেও বিজেপি এবং বিরোধী সাংসদদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয় ৷ অধিবেশনের শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রী তথা লোকসভার ডেপুটি-লিডার রাজনাথ সিং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করেন ৷ তিনি অভিযোগ করেন, কংগ্রেস সাংসদ লন্ডনে তাঁর ভাষণের মাধ্যমে ভারতের ছবিকে বিশ্বের কাছে কালীমালিপ্ত করেছেন ৷ সেই সঙ্গে রাহুলের ভারতের গণতন্ত্র নিয়ে ভাষণের নিন্দার দাবি জানান রাজনাথ ৷ তাঁর সেই দাবিতে, সেই মুহূর্তে সমর্থন জানান এনডিএ জোটের সকল সাংসদ ৷

আরও পড়ুন:'আমার ফোনে পেগাসাস ছিল, ভারতে গণতন্ত্র বিপন্ন', কেমব্রিজে দাবি রাহুলের

এমনকী সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী রাহুলের লন্ডনে দেওয়া ভাষণের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে ৷ সেখানেও ইন্দিরা গান্ধির শাসনকালে জারি হওয়া জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রহ্লাদ জোশী ৷ তিনি প্রশ্ন তোলেন, তখন ভারতের নাগরিকদের নৈতিক অধিকারের কথা কেন ভাবেনি কংগ্রেস ? এর পরেই শাসক-বিরোধী দু’পক্ষের তর্কাতর্কির জেরে লোকসভার অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

ABOUT THE AUTHOR

...view details