নয়াদিল্লি, 27 জুলাই : পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর নরম করার কোনও লক্ষণ নেই বিরোধীদের ৷ মঙ্গলবার এই ইস্যুতে উত্তাল হল সংসদ ৷ অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা ৷ প্রথমে মুলতুবি হয় রাজ্যসভা ৷ আবার বেলা 12টায় অধিবেশন শুরু হওয়ার কথা ৷ লোকসভাও বেলা 11টা 45 মিনিট পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷
আরও পড়ুন :adhir-chowdhury : অচল সংসদ, অলোচনা ছাড়া বিল পাস করছে কেন্দ্র, অভিযোগ অধীরের
গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ আর তার ঠিক আগেরদিনই পেগাসাস বিতর্ক সামনে আসে ৷ যার মাধ্যমে বিভিন্ন লোকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ৷ তাই এই নিয়ে লোকসভা ও রাজ্যসভায় রোজ বিক্ষোভ দেখাচ্ছে ৷ ফলে রোজই দফায় দফায় সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না ৷
আরও পড়ুন :Pegasus Spyware : পেগাসাস বিতর্কে উত্তাল সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ