পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parliament Adjourned: রাহুলের মন্তব্য ইস্যুতে উত্তপ্ত সংসদ মুলতুবি হল সোমবার পর্যন্ত - বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

লন্ডনে রাহুল গান্ধির মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার উত্তপ্ত হল সংসদ ৷ ফলে সোমবার পর্যন্ত মুলতুবি করা হয়েছে লোকসভা ও রাজ্যসভা (Parliament Adjourned till Monday) ৷

Parliament Adjourned
Parliament Adjourned

By

Published : Mar 17, 2023, 2:21 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: লন্ডনে করা রাহুল গান্ধির (Rahul Gandhi) মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার উত্তপ্ত হল সংসদের পরিস্থিতি ৷ যার জেরে সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা (Parliament Adjourned till Monday) ৷ সরকার পক্ষ রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে সরব ৷ অন্যদিকে কংগ্রেসে (Congress) নিজেদের অবস্থানে অনড় ৷ তারাও জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধির ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই ৷

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় সভায় যোগ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে ভারতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন ৷ ভারতের গণতন্ত্র রক্ষার্থে বিদেশিদের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন ৷ তার প্রেক্ষিতেই রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি (BJP) ৷

গত সোমবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ শুরু হয়েছে ৷ সেদিনই বিজেপির তরফে সংসদে রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলা হয় ৷ বিজেপির দাবিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ৷ বরং তারা পালটা আদানি ইস্যুতে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে ৷ এই নিয়ে বিরোধী দলগুলি বিক্ষোভও দেখাচ্ছে রোজ ৷ ফলে প্রথম সপ্তাহের অধিবেশন কার্যত পণ্ড হয়েছে ৷

তার উপর এদিন রাহুলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) ৷ রাহুলকে তিনি দেশ বিরোধী টুলকিটের অংশ বলে অভিযোগ করেছেন ৷ ফলে নাড্ডার বিরুদ্ধে পালটা সরব হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তাঁর কটাক্ষ, বিজেপি কখনও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করেই কংগ্রেসকে দেশ বিরোধী বলছে ৷ তাঁর অভিযোগ, এই সব কথা বলে বিজেপি আসলে বেকারত্ব ও আদানি ইস্যু থেকে দেশবাসীর নজর ঘোরাতে চাইছে ৷

এদিকে বৃহস্পতিবার সংসদে আসেন রাহুল গান্ধি ৷ পরে তিনি জানান, লোকসভায় তাঁকে কথা বলতে দেওয়া হবে কি না, এই নিয়ে তিনি উদ্বিগ্ন ৷ তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে আদানি ইস্যুতে নজর ঘোরানোর অভিযোগ তুলেছেন ৷ অথচ তিনি বৃহস্পতিবার লোকসভায় লন্ডনে বলা কথাগুলোই রেকর্ড করানোর জন্য গিয়েছিলেন বলে দাবি করেছেন রাহুল গান্ধি ৷

অন্যদিকে রাহুল গান্ধির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের চারজন মন্ত্রী সংসদে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ৷ তাঁর দাবি, সংসদের অধিবেশন কক্ষে নিজের বক্তব্য তুলে ধরা তাঁর অধিকারের মধ্যে পড়ে ৷ তাই বৃহস্পতিবার তিনি অধ্যক্ষের কাছে তাঁকে বলতে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন ৷ কারণ, তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে চান ৷ রাহুলের আরও অভিযোগ, অধ্যক্ষ হেসে বিষয়টি এড়িয়ে যান ৷

তবে রাহুল আশা প্রকাশ করেছিলেন যে শুক্রবার তাঁকে বলতে দেওয়া হবে ৷ তবে সেই সুযোগ আশার আগেই সোমবার পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ ফলে আগামী সপ্তাহের প্রথম দিন তিনি নিজের বক্তব্য রাখতে পারেন কি না, সেটাই দেখার !

আরও পড়ুন:রাহুল দেশবিরোধী টুলকিটের অংশ হয়ে গিয়েছে, অভিযোগ নাড্ডার

ABOUT THE AUTHOR

...view details