নয়াদিল্লি, 22 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ ৷ বৃহস্পতিবার বাদল অধিবেশনের (Monsoon Session) তৃতীয় দিনের শুরুতেই মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha), দু’টিই বেলা 12টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে ৷
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর ঠিক আগের দিন রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে চলে আসে পেগাসাস ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দেয় কেন্দ্র ৷
আরও পড়ুন :যন্তর মন্তরে কৃষক আন্দোলন, দুর্গ-র চেহারা নিয়েছে রাজধানী
কিন্তু এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রকে রেয়াত করতে নারাজ ৷ তাই সোমবার থেকে বিক্ষোভ চলছে সংসদের দুই কক্ষের অন্দরে ৷ ফলে সোমবার থেকে দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছে অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (OM Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে (Vainkaiah Naidu) ৷