পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus spyware : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ, মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন - breaking news today

ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভায় ৷ বাদল অধিবেশনের দ্বিতীয়দিন শুরুতেই মুলতুবি হয়ে গেল ৷

both house of parliament adjourn due to opposition agitation in pegasus issue
পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন

By

Published : Jul 22, 2021, 11:43 AM IST

Updated : Jul 22, 2021, 6:55 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই : পেগাসাস (Pegasus) ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ ৷ বৃহস্পতিবার বাদল অধিবেশনের (Monsoon Session) তৃতীয় দিনের শুরুতেই মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha), দু’টিই বেলা 12টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে ৷

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ অধিবেশন শুরুর ঠিক আগের দিন রবিবার রাত থেকেই সংবাদের শিরোনামে চলে আসে পেগাসাস ৷ অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে অনেকের ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ যদিও, এই অভিযোগকে একেবারে নস্যাৎ করে দেয় কেন্দ্র ৷

আরও পড়ুন :যন্তর মন্তরে কৃষক আন্দোলন, দুর্গ-র চেহারা নিয়েছে রাজধানী

কিন্তু এই ইস্যুতে বিরোধীরা কেন্দ্রকে রেয়াত করতে নারাজ ৷ তাই সোমবার থেকে বিক্ষোভ চলছে সংসদের দুই কক্ষের অন্দরে ৷ ফলে সোমবার থেকে দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছে অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (OM Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে (Vainkaiah Naidu) ৷

তবে তাঁরা অন্যদিনের মতো এদিনও অধিবেশন চালানোর চেষ্টা করেন ৷ কিন্তু বিরোধীদের বিক্ষোভের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ ফলে বেলা 12টাতেও যে অধিবেশন সুষ্ঠুভাবে শুরু হবে, তা এখই বলা সম্ভব নয় ৷ বরং গোলমাল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন :মোদি হটাও, দেশ বাঁচাও; 21 জুলাইয়ের মঞ্চে ডাক মমতার

এখানে উল্লেখ করা প্রয়োজন যে শুধু সংসদ নয়, সংসদের বাইরেও বিরোধীরা পেগাসাস ইস্যুতে হইচই করছেন ৷ কংগ্রেসের (Congress) তরফে প্রায় রোজই সাংবাদিক বৈঠক করে এই নিয়ে তোপ দাগা হচ্ছে ৷

এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ গতকাল, বুধবার ছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেও মমতা পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের এবং বিজেপির (BJP) কড়া সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন :Pegasus Spyware : ফরাসি প্রেসিডেন্ট থেকে পাক প্রধানমন্ত্রী, পেগাসাসের নিশানায় অন্তত 14 রাষ্ট্রনেতা !

Last Updated : Jul 22, 2021, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details