মাদুরাই (তামিলনাড়ু), 4 অক্টোবর: নবরাত্রিতে (Navratri 2022) দেশজুড়ে যখন সাজো সাজো রব তখনই মাদুরাইয়ের বোম্মাই গোলু পুতুল (Bommai Golu Dolls) সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ দক্ষিণ ভারতের জনপ্রিয় এই গোলু পুতুলে এ বার রাজনৈতিক নেতা-নেত্রী ও সমাজ সংস্কারকদের রমরমা ৷ সেই তালিকায় রয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, বিআর আম্বেদকর, ইভি রামস্বামী পেরিয়ার ও আরও অনেকে ৷
দক্ষিণ ভারতের কিংবদন্তিরা বলে থাকেন যে, 'গোলু' পুতুল ছাড়া নবরাত্রির সেলিব্রেশন অসম্পূর্ণ ৷ নানা রঙে সজ্জিত এই পুতুলগুলি পৌরাণিক কাহিনী থেকে একটি ঘটনা তুলে ধরে উত্সব উদযাপনের প্রাচীন ঐতিহ্যকে চিত্রিত করে । পুতুলগুলির মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চিত্র ও আঞ্চলিক গল্পগুলিকেও তুলে ধরা হয় ৷
আরও পড়ুন:নবমীতে 'কন্যা পূজন' করে নারী সুরক্ষার বার্তা যোগীর
দেবী দুর্গা এবং তাঁর নয়টি অবতার - এই নবদুর্গার উপাসনা হয় নবরাত্রিতে ৷ 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত চলবে এ বারের নবরাত্রি । এই সময়টায় মহিষাসুর বধ এবং অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় উদযাপন করা হয় । নয় দিনে দেবী দুর্গার নয়টি অবতারকে পুজো করেন ভক্তরা । নবরাত্রির প্রতিটি দিনই দেবীর অবতারের সঙ্গে যুক্ত ৷
প্রতি বছর রাবণকে হত্যা করে মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে স্মরণ করে পালিত হয় দশেরা । রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাদের কুশপুতুল পোড়ানোর মধ্যে দিয়ে সারা দেশে উৎসবটি পালিত হয় । আর বাংলায় এই দিনটিই বিজয়াদশমী ৷ শাস্ত্রমতে, অসুরনিধনকারী দেবী দুর্গার বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরে যাওয়ার দিন ৷