মুম্বই, 13 ফেব্রুয়ারি : পদত্যাগ করলেন বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা ৷ পকসোর (Protection of Children from Sexual Offences Act, POCSO) আওতায় একটি শিশুর যৌন নির্যাতন মামলায় তাঁর রায়ে সারা দেশে ঝড় বয়ে গিয়েছিল ৷ শনিবার তাঁর মেয়াদ শেষের আগে বৃহস্পতিবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন (Bombay High Court judge Justice Pushpa Ganediwala resigns) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তা গৃহীত হয়েছে ৷
2021-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তিনি রায়ে জানিয়েছিলেন, পকসো ধারায় 'যৌন নির্যাতনের উদ্দেশ্যে ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ হলে', তাকে যৌন হেনস্থা বা নির্যাতন বলা যাবে ৷ পকসো অ্যাক্টে (Protection of Children from Sexual Offences (POCSO) Act) কোনও বাচ্চার হাত ধরা বা তার প্যান্টের চেন খোলাকে যৌন নির্যাতন বলা যাবে না ৷ এ নিয়ে ঝড় বয়ে গিয়েছিল দেশজুড়ে ৷
আরও পড়ুন : 'ধস্তাধস্তি ছাড়া একা ব্যক্তির পক্ষে জামাকাপড় খুলে ধর্ষণ করা অসম্ভব'