মুম্বই, 5 ডিসেম্বর:বম্বে হাইকোর্টে (Bombay High Court) আপাতত স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সোমবার বিচারপতি অমিত বোরকরের (Justice Amit Borkar) বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, এখনই রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না ৷ বস্তুত, সংশ্লিষ্ট একটি মামলায় আগেই রাহুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সোমবার সেই নির্দেশেরই মেয়াদ 25 জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেয় উচ্চ আদালত ৷
ঘটনাটি আসলে কী ? গুজরাত বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার চর্চা শুরু হয়েছে রাহুলের কয়েক বছরের পুরনো 'চৌকিদার চোর হ্যায়' স্লোগান নিয়ে ৷ বস্তুত, কংগ্রেস শিবির অনেক আগেই রাফায়েল বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কাঠগড়ায় তুলে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল ৷ তারই ভিত্তিতে রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা রুজু করা হয় ৷ সেই মামলাকে চ্যালেঞ্জ করে এবং সংশ্লিষ্ট মামলাটি খারিজ করার দাবিতে পালটা আদালতের দ্বারস্থ হন রাহুল ৷ এই প্রেক্ষাপটে আগেই গিরগাঁওয়ের ম্য়াজিস্ট্রেট কোর্ট নির্দেশ দেয়, আপাতত রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যাবে না ৷ এদিকে, রাহুলের করা পালটা মামলার শুনানি প্রক্রিয়া এখনও শেষ হয়নি ৷ বস্তুত, 2019 সালে সূত্রপাত হওয়া ঘটনার রেশ এখনও চলছে ৷ এই প্রেক্ষাপটে সোমবার বম্বে হাইকোর্ট নির্দেশ দেয়, সংশ্লিষ্ট মামলাগুলির রায়দান না হওয়া পর্যন্ত রাহুল গান্ধির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না ৷ এদিকে সোমবার যখন সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য বম্বে হাইকোর্টে ওঠে, তখন দুই পক্ষের আইনজীবীরা বাদে আর কেউ উপস্থিত ছিলেন না ৷ ফলে আগামী 20 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন বিচারপতি ৷