মুম্বই, 23 সেপ্টেম্বর : মুম্বইয়ের শিবাজি পার্কে দশেরা পালনের জন্য শিবসেনাকে (Shiv Sena) অনুমতি দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷ শুক্রবার এই রায় দিয়েছে আদালত ৷ যার ফলে ওই দিন সেখানে দশেরা (Dussehra) পালন করতে পারবে শিবসেনার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) অনুগামীরা ৷
এই নিয়ে শিবসেনা নেতা অনিল পরব জানিয়েছেন, 1966 সাল থেকে শিবসেনা শিবাজি পার্কে (Shivaji Park Mumbai) ওই উৎসব পালন করছে ৷ আদালতের কাছে সেই ইতিহাস পেশ করা হয় ৷ যদিও বৃহন্মুম্বই পৌরনিগমের (BMC) তরফে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে উল্লেখ করে অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছিল ৷ কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে ৷ আগামী 2 অক্টোবর থেকে ওই মাসের 6 তারিখ পর্যন্ত শিবাজি পার্কে ‘আসল’ শিবসেনাকে দশেরা পালনের অনুমতি দিয়েছে আদালত ৷
প্রসঙ্গত, গত জুনে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের পর থেকে শিবাসেনা আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গিয়েছে ৷ একদিকে একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বাধীন গোষ্ঠী ৷ অন্যদিকে উদ্ধব ঠাকরের অনুগামীরা ৷ উভয়পক্ষই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করছে ৷ বম্বে হাইকোর্টে এই মামলার শুনানিতেও বিষয়টি ওঠে ৷ কিন্তু আদালত এই নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ বিষয়টি সুপ্রিম কোর্ট (Supreme Court) ও জাতীয় নির্বাচন কমিশনের (ECI) দায়িত্বেই বলে জানিয়ে দিয়েছে ৷