নয়াদিল্লি, 12 জানুয়ারি: ফের বোমাতঙ্ক বিমানে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় উড়ানের আগে দিল্লি থেকে পুনেগামী স্পাইসজেটের একটি বিমানে বোমাতঙ্ক ছড়ায় ৷ এর জেরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনও উড়তে পারেনি বিমানটি ৷ চলছে তল্লাশি ৷ দিল্লি পুলিশ জানিয়েছে তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি (Delhi-Pune spicejet flight) ৷
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা 5টা 35 মিনিটে দিল্লি থেকে পুনের উদ্দেশে উড়ান ভরার কথা ছিল স্পাইসজেটের এসজি 8938 বিমানটির ৷ কিন্তু তার আগেই দিল্লি পুলিশের কাছে একটি ফোন আসে ৷ ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয় বিমনটিতে বোম রাখা রয়েছে ৷ এরপরেই তল্লাশি শুরু হয় বিমানটিতে ৷ তবে যখন এই হুমকি ফোন আসে তখনও কোনও যাত্রী বিমানে ওঠেননি ৷ সবাই বোর্ডিং গেটের কাছেই ছিলেন (bomb threat in Delhi-Pune flight) ৷
দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছে, এই ফোন আসার পরেই সতর্ক করা হয় বিমানবন্দরের পুলিশ ও সিআইএসএফ'কে ৷ তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি ৷ কে বা কারা এই হুমকি দিল তা জানার চেষ্টা চলছে ৷ তবে এই ঘটনার জেরে এদিন সমস্যায় পড়তে হয় ওই বিমানের যাত্রীদের ৷ বোমাতঙ্কের জেরে নির্দিষ্ট সময়ে বিমান না ছাড়ায় বিমানবন্দরেই অপেক্ষারত তাঁরা ৷