বেঙ্গালুরু, 8 এপ্রিল: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে স্কুল ৷ শুক্রবার সকালে ইমেল এমনই হুমকি দেওয়া হয়েছে বেঙ্গালুরুর আট স্কুল কর্তৃপক্ষকে (Bomb Threat Email To Eight Bengaluru Schools) ৷ এই খবরে রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়ে এই শহরে ৷ স্কুলগুলিতে যায় পুলিশ ও বম্ব স্কোয়াড ৷ শুরু হয় তল্লাশি ৷ কারা এই হুমকি মেল পাঠাল, কোনও সংগঠন এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে বেঙ্গালুরু পুলিশ ৷
Bomb Threat in Bengaluru Schools : বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে, বেঙ্গালুরুর আট স্কুলে হুমকি ইমেল - Bomb Threat in Bengaluru Schools
এই হুমকির প্রেক্ষিতে (Bomb Threat in Bengaluru Schools) স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ ও বম্ব স্কোয়াড ৷
আরও পড়ুন : বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ, খবর করায় সাংবাদিককে অর্ধনগ্ন করে মার পুলিশের
এই হুমকি মেলে বলা হয়েছে, স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে, এটা কোনও রসিকতা নয় ৷ দেরি না করে পুলিশকে জানান, অন্যথায় অনেকে কষ্ট ভোগ করবে ৷ সবটাই আপনাদের হাতে ৷ এই প্রসঙ্গে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ জানিয়েছেন, মোট 8টি স্কুলে এই হুমকি মেল পাঠানো হয়েছে শুক্রবার সকালে ৷ স্কুলগুলিতে পৌঁছে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বম্ব স্কোয়াড ৷ জানা গিয়েছে যে 8টি স্কুলকে এদিন হুমকি দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে, ভিনসেন্ট পালোতি, ইবেনেজার ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান পাবলিক স্কুলের মতো বেঙ্গালুরুর বেশ কিছু নামী স্কুল ৷