চণ্ডীগড়, 2 জানুয়ারি: বিস্ফোরক উদ্ধার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের (Bhagwant Mann) চণ্ডীগড়ের বাড়ির নিকটে ৷ এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হেলিপ্যাডের জন্য সংরক্ষিত জায়গায় তাজা বিস্ফোরক উদ্ধার হয় বলে খবর (Bomb found near Punjab CM Bhagwant Mann's house in Chandigarh) ৷ ওই সংরক্ষিত জায়গাটিই কপ্টার ওঠা-নামার জন্য ব্যবহার করে থাকেন মান ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷
বম্ব ডিসপোজাল স্কোয়াড শেষমেশ বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে ৷ চণ্ডীগড় বিপর্যয় মোকাবিলা বাহিনীর নোডাল অফিসার সঞ্জীব কোহলি বলেন, "তাজা বিস্ফোরক উদ্ধার হয়েছে এখানে ৷ পুলিশ এবং বম্ব ডিজপোজাল স্কোয়াডের সহায়তায় সেগুলি নিষ্ক্রিয় করা হয় ৷ সেনাকর্মীরা ঘটনাস্থল ঘিরে রেখেছে ৷"