যোধপুর, 5 জুলাই : বোলেরো ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে যোধপুরে (Jodhpur) মৃত 6 ৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলার ডাঙ্গিওয়াস গ্রামে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গিওয়াস গ্রামে মনদোর তহশিলের কাছে মূল সড়কে রবিবার রাত 2টো নাগাদ একটি বোলেরো গাড়ি ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বোলেরোতে 7 জন ছিলেন ৷ এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷ গুরুতর আহত 2জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয় ৷