চেন্নাই, 9 অক্টোবর: হৃদরোগের জেরে প্রয়াত প্রাক্তন 'মিস্টার তামিলনাড়ু' তথা 41 বছর বয়সি জিম ট্রেনার যোগেশ ৷ তাঁর বাড়ি চেন্নাইয়ের কোরাত্তুর এলাকার মহাত্মা গান্ধি স্ট্রিটে ৷ পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, বেশ কিছুক্ষণ ধরে শরীরচর্চার পর রবিবার জিমের বাথরুমে বুকে ব্যথা অনুভব করেন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
স্থানীয় পুলিশ সূত্রে আরও খবর, রবিবার যোগেশ বেশ কিছুক্ষণ জিমে কসরত করার পর বাড়ি যাওয়ার আগে পৌনে 6টা নাগাদ বাথরুমে যান ৷ বেশ অনেকটা সময় কেটে গেলেও তিনি বাথরুম থেকে বের হননি ৷ ফলত জিমের অন্যান্য ট্রেনাররা বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকেন ৷ কিন্তু যোগেশের কোনও সাড়া মেলেনি ৷ শেষমেশ দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন জিমের ওই ট্রেনাররা ৷ এরপর দ্রুত তাঁকে কিপালুক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা জানান হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার কারণে বেশ কিছুক্ষণ আগেই যোগেশের মৃত্যু হয়েছে ৷