পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarkashi Avalanche: উত্তরাখণ্ডের তুষারধসে মৃত বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার - উত্তরাখণ্ডে তুষারধস

উত্তরাখণ্ডে তুষারধসের (Uttarkashi Avalanche) কবলে পড়ে মৃত এক বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার হল ৷ হেলিকপ্টারে তাঁর দেহ বেস ক্যাম্প থেকে মাতলি হেলিপ্যাডে (Uttarkashi Matli Helipad) নিয়ে যাওয়া হয় ৷

body-of-bengal-climber-killed-in-uttarkashi-avalanche-brought-to-matli-helipad
তুষারধসে মৃত বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার

By

Published : Oct 14, 2022, 3:05 PM IST

উত্তরকাশী, 14 অক্টোবর: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষারধসের (Uttarkashi Avalanche) কবলে পড়া এক বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার হল (Bengal mountaineer body recovered)৷ উত্তরকাশীর নেহরু পর্বতারোহণ ইনস্টিটিউটের (Nehru Institute of Mountaineering) দুই প্রশিক্ষণার্থী এখনও নিখোঁজ । বেস ক্যাম্প থেকে বাংলার একজন শিক্ষানবীশ পর্বতারোহীর মৃতদেহ আজ সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে মাতলি হেলিপ্যাডে (Uttarkashi Matli Helipad) নিয়ে যাওয়া হয়েছে । দ্রৌপদীর ডান্ডা (Uttarkashi Draupadi Danda) চূড়ায় আরোহণের সময় তুষারধসে আগেই প্রাণ গিয়েছে 26 জন পর্বতারোহীর ৷

প্রশিক্ষণার্থী যে বাঙালি পর্বতারোহীর দেহ উদ্ধার (Uttarkashi mountaineer body rescue) হয়েছে তাঁর নাম গৌরব বিশ্বাস ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ দ্রৌপদী কা ডান্ডা টু-তে তুষারধসে নিহত 26 পর্বতারোহীর মরদেহ এখনও পর্যন্ত পরিবার-পরিজনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে । আজ আবহাওয়া অনুকূলে থাকা অবস্থায় উদ্ধার অভিযান চলাকালীন মাতলি হেলিপ্যাডে আনা হয় গৌরবের মৃতদেহ ।

একই সময়ে, এই দলে অন্তর্ভুক্ত দুই প্রশিক্ষক-সহ 29 জন শিক্ষানবীশ পর্বতারোহী তুষারধসের কবলে পড়েন । দুই পর্বতারোহী এখনও নিখোঁজ রয়েছেন । তুষারধসের কবলে পড়া পর্বতারোহীদের দেহগুলি যে জায়গায় বরফে চাপা পড়ে রয়েছে, সেই এলাকাটি শনাক্ত করতে পেরেছে উদ্ধারকারী দল ৷ উচ্চ হিমালয় অঞ্চলে অবিরাম তুষারপাত অনুসন্ধান এবং উদ্ধারকারী দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ । প্রতিদিন উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে ৷

আরও পড়ুন:ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

উল্লেখ্য, 4 অক্টোবর নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং-এর 42 জন সদস্য তুষারধসের কবলে পড়েন । এই দুর্ঘটনায় 29 জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন ৷ যাঁদের মধ্যে এখনও পর্যন্ত 27 জন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ দুজন এখনও নিখোঁজ ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে । সেনাবাহিনী, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে ৷ এই ঘটনার পরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সাহায্য চেয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

ABOUT THE AUTHOR

...view details