প্রয়াগরাজ, 16 এপ্রিল: শনিবার রাতে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই পুলিশি ঘেরাটোপের মধ্যে দুষ্কৃতীরা গুলি করে খুন করে গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে ৷ রবিবার রাতে কাসারি মাসারি কবরস্থানে কবর দেওয়া হয় আতিক ও তাঁর ভাইয়ের দেহ ৷ উত্তরপ্রদেশ পুলিশের একাংশের ধারনা এই ঘটনার পর এবার আত্মসমর্পণ করতে পারেন উমেশ পাল হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আতিকের স্ত্রী শায়িস্তা পারভিন ৷ উল্লেখ্য, এই গ্যাংস্টারের পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র আতিকের স্ত্রীই জেলের বাইরে রয়েছেন ৷ 13 এপ্রিল উত্তরপুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় আতিকের তৃতীয় ছেলে আসাদের ৷ তাঁর আরও দুই ছেলে উমার ও আলিও বর্তমানে জেলবন্দি ৷
উল্লেখ্য, উমেশ পাল হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত আতিকের স্ত্রী শায়িস্তা পারভিনের খোঁজ দিতে পারলে 50 হাজার টাকার পুরস্কার মূল্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ সরকার ৷ উল্লেখ্য, উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিক আহমেদ আগেই জানিয়েছিলেন, তাঁকে খুন করার চক্রান্ত করেছে উত্তরপ্রদেশ প্রশাসন ৷ তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে ৷ এমনকি আতিক আদালতেও আবেদন জানিয়েছিলেন তাঁর পরিবারের নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য ৷ সম্প্রতি তাঁকে গুজরাতের সবরমতী জেল থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়েছিল ৷ এই ঘটনাক্রমের মাঝেই শনিবার রাতে যখন আতিক ও তাঁর ভাইকে প্রয়াগরাজে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তাঁদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা ৷