নয়াদিল্লি, 19 জানুয়ারি : বন্ধ ঘর থেকে উদ্ধার হল চার শিশু ও এক মহিলার মৃতদেহ (bodies of a woman and four children found inside house in delhi) ৷ বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারার সীমাপুরী এলাকায় ৷ দিল্লি পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷
পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করেছে ৷ আপাতত দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ মনে করছে ৷
যে ফ্ল্যাট থেকে ওই মৃতদেহগুলি উদ্ধার হয়, সেটি ভাড়ার ছিল ৷ মৃত মহিলার স্বামী কয়েকদিন আগে ওই ফ্ল্য়াট ভাড়া নিয়েছিল বলে ফ্ল্যাটের মালিক জানিয়েছেন ৷ তিনি জানান, বুধবার সকালে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন তাঁর বাবা ৷ ভাড়ার নথিপত্র তৈরি করার জন্যই তাঁর বাবা সেখানে গিয়েছিলেন ৷ অনেক ডাকাডাকির পরও কারও সাড়া মেলেনি ৷ তাই তিনি ফিরে আসেন ৷ পরে পুলিশের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জানতে পারেন ৷