পিলভিট (উত্তরপ্রদেশ), 23 মার্চ : উত্তরপ্রদেশে একটি জমিতে গাছ থেকে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ পিলভিট জেলার বিসালপুরে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ সোমবার থেকে দুই বোন নিরুদ্দেশ ছিল বলে জানা গিয়েছে ৷
সোমবার থেকেই নিরুদ্দেশ ছিল উত্তরপ্রদেশের পিলভিট জেলার বিসালপুর গ্রামের এই দুই যুবতী ৷ পরিবারের তরফে এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানানো হয় ৷ আজ সকালে গ্রামেই একটি খালি জমিতে গাছের সঙ্গে তাঁদের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দুই বোনের দেহ উদ্ধার করে ৷ জেলা পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, তাঁরা খবর পেয়েই সেখানে যান ৷ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে ৷