পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Boat capsized in Chapra: সরযু নদীতে নৌকাডুবি, মৃত 4 ও নিখোঁজ 14 - নৌকাডুবি

বিহারের ছাপড়ায় বড় ধরনের নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ সরযু নদীতে যাত্রী ভর্তি একটি নৌকা উলটে যায় বলে খবর। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও 14 জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করেছে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 9:05 PM IST

ছাপড়া, 1 নভেম্বর: বিহারের ছাপড়ায় নৌকাডুবির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার সন্ধ্যায় এখানকার সরযু নদীতে যাত্রী ভর্তি একটি নৌকা উলটে যায় বলে খবর। এই ঘটনায় এখন পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হলেও 14 জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর ৷ জানা গিয়েছে, অন্ধকারের জেরে উদ্ধারকাজে বাধা হচ্ছে ৷ ফলে অনেক যাত্রীরই সন্ধান পাওয়া যাচ্ছে না। অন্ধকারের কারণে উদ্ধারকাজেও অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছে বিপর্যয় মোকাবিলাবাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে মাঝি থানা এলাকার মাটিয়ারে। নৌকাডুবির ঘটনার পর ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পরে ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিয়ারা এলাকায় ক্ষেতে কাজ করতে কৃষক-শ্রমিকরা নদী পার করতে সন্ধ্যায় ওই নৌকা করে ফিরছিলেন। এমন সময় মাঝ নদীতে নৌকাটি উলটে যায়। নৌকাডুবির খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন ও নৌকায় থাকা লোকজনের স্বজনরা ঘাটের দিকে ছুটে আসেন। মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে, দুর্ঘটনার খবর স্থানীয়রাই পুলিশ ও প্রশাসনকেও জানায় ৷ প্রশাসন এবং এসডিআরএফ, এনডিআরএফ-এর দল পৌঁছনোর আগে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে ঝাপিয়ে পড়ে। নদী থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত মা ও দুই মেয়ে

ঘটনাস্থলে পৌঁছেছেন জেলাশাসক এবং পুলিশ সুপারও। সরযূ নদীতে নেমে উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলাবাহিনীর জওয়ানরা ৷ রাত পর্যন্ত চার জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় লোকজনের মতে প্রায় 14 জন এখনও নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। সেই সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে এসডিআরএফ দল। নদীতে ডুবে যাওয়া ব্যক্তিদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে তারা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলকুমারী দেবী, তারা দেবী, রমিতা কুমারী, পিংকি কুমারীর দেহ উদ্ধার করা গিয়েছে ৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details