ছাপড়া, 1 নভেম্বর: বিহারের ছাপড়ায় নৌকাডুবির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে ৷ বুধবার সন্ধ্যায় এখানকার সরযু নদীতে যাত্রী ভর্তি একটি নৌকা উলটে যায় বলে খবর। এই ঘটনায় এখন পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হলেও 14 জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর ৷ জানা গিয়েছে, অন্ধকারের জেরে উদ্ধারকাজে বাধা হচ্ছে ৷ ফলে অনেক যাত্রীরই সন্ধান পাওয়া যাচ্ছে না। অন্ধকারের কারণে উদ্ধারকাজেও অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছে বিপর্যয় মোকাবিলাবাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে মাঝি থানা এলাকার মাটিয়ারে। নৌকাডুবির ঘটনার পর ঘাট সংলগ্ন এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পরে ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিয়ারা এলাকায় ক্ষেতে কাজ করতে কৃষক-শ্রমিকরা নদী পার করতে সন্ধ্যায় ওই নৌকা করে ফিরছিলেন। এমন সময় মাঝ নদীতে নৌকাটি উলটে যায়। নৌকাডুবির খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন ও নৌকায় থাকা লোকজনের স্বজনরা ঘাটের দিকে ছুটে আসেন। মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে, দুর্ঘটনার খবর স্থানীয়রাই পুলিশ ও প্রশাসনকেও জানায় ৷ প্রশাসন এবং এসডিআরএফ, এনডিআরএফ-এর দল পৌঁছনোর আগে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে ঝাপিয়ে পড়ে। নদী থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে ৷