কাটিহার, 16 অক্টোবর:বিহারে গঙ্গায় নৌকা ডুবে (Boat Capsize) মৃত্যু হল 7 জনের ৷ গঙ্গা ও তার এক উপনদীর সঙ্গমস্থলে নৌকাটি ডুবে গিয়েছে ৷ আজ এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷
কাটিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উজ্জয়ন মিশ্র জানিয়েছেন, নৌকাটিতে 10 জন ছিলেন ৷ তাঁরা সবাই কৃষিক্ষেত্রের মজুর ৷ কাজ সেরে নৌকায় চড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ শনিবার গভীর রাতে গঙ্গা ও বরন্দির সঙ্গমস্থলে তাঁদের নৌকা ডুবে যায় ৷
আরও পড়ুন:বিহারে 55 জন যাত্রীকে নিয়ে ডুবে গেল নৌকা
নৌকায় থাকা তিনজন সাঁতরে পাড়ে উঠে আসেন ৷ তবে বাকি সাতজন নিখোঁজ ছিলেন ৷ তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ সারারাত ধরে তল্লাশি চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ তাদের সঙ্গে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ৷ নিহতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷