পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জানুয়ারি-ফেব্রুয়ারিতে বোর্ডের পরীক্ষা নয়, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী - রমেশ পোখরিয়াল

কোরোনা সংক্রমণের জেরে সারা দেশে মার্চের মাঝামাঝি থেকে স্কুল বন্ধ হয়ে যায়। বাংলায় মাধ্যমিক পরীক্ষা শেষ করা গেলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। অন্য বোর্ড পরীক্ষাও বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন অংশে আংশিকভাবে স্কুল খুলতে শুরু করেছে 15 অক্টোবর থেকে। এখনও অনেক রাজ্যে অবশ্য স্কুল এখনও বন্ধ রয়েছে।

Board exams wont be conducted in January or February, Minister Ramesh Pokhriyal
জানুয়ারি-ফেব্রুয়ারিতে বোর্ডের পরীক্ষা নয়, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

By

Published : Dec 22, 2020, 7:37 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর : জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে বোর্ডের কোনও পরীক্ষা হবে না। মঙ্গলবার একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এদিন শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। সেখানেই তিনি বলেন, "জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা হবে না। এই নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।"

পাশাপাশি তিনি জানান যে বোর্ডের পরীক্ষা অনলাইনেও নেওয়া সম্ভব নয়। সিবিএসই-র তরফেও চলতি মাসের শুরুতে জানানো হয়েছিল যে 2021 সালের বোর্ড পরীক্ষা লিখিত পদ্ধতিতেই দিতে হবে। এই পরীক্ষা অনলাইনে করা যাবে না। তাদের সেই বক্তব্যেই এদিন কার্যত সিলমোহর দিলেন রমেশ পোখরিয়াল।

কোরোনা সংক্রমণের জেরে সারা দেশে মার্চের মাঝামাঝি থেকে স্কুল বন্ধ হয়ে যায়। বাংলায় মাধ্যমিক পরীক্ষা শেষ করা গেলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। অন্য বোর্ড পরীক্ষাও বন্ধ হয়ে যায়। বিকল্প ব্যবস্থার মাধ্যমে ফল ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন অংশে আংশিকভাবে স্কুল খুলতে শুরু করেছে গত 15 অক্টোবর থেকে। এখনও অনেক রাজ্যে অবশ্য স্কুল এখনও বন্ধ রয়েছে।

আরও পড়ুন:দেশের জন্য মতাদর্শগত পার্থক্য সরিয়ে রাখা উচিত : প্রধানমন্ত্রী

এই পরিস্থিতি বোর্ডের পরীক্ষা কীভাবে হতে পারে, তা নিয়েই আলেচনা করতে মন্ত্রী বৈঠক ডাকেন। সেই বৈঠকে শিক্ষক-শিক্ষিকাদের অনেকে পরীক্ষা মে মাস পর্যন্ত পিছিয়ে দিতে অনুরোধ করেন। একই সঙ্গে আপাতত অনলাইনে পড়াশোনা চালানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details