পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eye Donation: দৃষ্টি হারিয়েও অন্যের চোখে আলো ফেরাতে চান হরিশ

জলন্ধরের (Jalandhar) বাসিন্দা হরিশ কুমার হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়েছিলেন (Blind Man) ৷ তারপরও অন্যের চোখে আলো ফেরাতে চান তিনি ! কীভাবে তা সম্ভব হবে ?

blind man from Jalandhar wants to donate working part of his eyes
Eye Donation: নিজের দৃষ্টি হারিয়েও অন্যের চোখে আলো ফেরাতে চান হরিশ

By

Published : Oct 20, 2022, 8:43 PM IST

জলন্ধর, 20 অক্টোবর:বেশ কয়েক বছর আগে হঠাৎ করেই দৃষ্টিশক্তি হারিয়েছিলেন (Blind Man) জলন্ধরের (Jalandhar) বাসিন্দা হরিশ কুমার ৷ চিকিৎসকরা তাঁকে জানিয়েছিলেন, রেটিনার সমস্যার জেরেই জীবনে আকস্মিক বিপর্যয় নেমে এসেছে তাঁর ৷ অথচ, নিজের এই অপূরণীয় ক্ষতির পরও মানবধর্ম পালনে ব্রতী হরিশ ৷ তিনি স্থির করেছেন, তাঁর চোখের যে অংশটুকু এখনও সুস্থ রয়েছে, সেটি তিনি দান করবেন !

ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হরিশ জানিয়েছেন, কোনও কিছু বুঝে ওঠার আগেই একদিন হঠাৎ তাঁর দুই চোখে আঁধার নেমে আসে ৷ চিকিৎসার জন্য জলন্ধর থেকে চণ্ডীগড়, দিল্লি, হায়দরাবাদ পর্যন্ত ছুটে গিয়েছেন হরিশ ৷ রাশিয়া থেকে আনানো ওষুধ ইনজেকশনের মাধ্যমে তাঁর চোখে দেওয়া হয়েছে ৷ তবুও হারানো দৃষ্টিশক্তি ফিরে পাননি হরিশ ৷

আরও পড়ুন:বিকল দুই কিডনি নিয়েই অঙ্গদানের সিদ্ধান্ত বাঘাযতীনের রাহুলের

অন্ধত্বের জ্বালা যে কী ভীষণ, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন হরিশ কুমার ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "আসল কথা হল, আমি আর কোনও দিন দেখতে পাব না ৷ কিন্তু, আমি এখনও এমন কোনও ব্যক্তিকে সাহায্য করতে পারি, যিনি এই পৃথিবীটাকে দেখতে চান ৷"

পঞ্জাবের মোগা শহরে হরিশের নিজের ব্যবসা ছিল ৷ কিন্তু, এখন তাঁর পক্ষে সেই কাজ করা সম্ভব নয় ৷ তাই ব্যবসা গুটিয়ে পাকাপাকি জলন্ধর চলে এসেছেন তিনি ৷ এখানেই জলন্ধর পৌরনিগমে কাজ করছেন ৷ বললেন, কাউকে সাহায্য করতে পারলে তাঁর খুবই ভালো লাগবে ৷ হরিশের কথায়, "বহু বছর হয়ে গেল, আমি আর দেখতে পাই না ৷ আমি জানি এতে কেমন অনুভূতি হয় ৷ এই পরিস্থিতি কতটা কঠিন ৷ কিন্তু, যখন আমি ভাবি, আমার চোখের কোনও অংশ ব্যবহার করে অন্য কেউ দেখতে পাবে, সেই দিনটা আমার জীবনের সবথেকে খুশির দিন হবে ৷"

এত কিছুর পরও হরিশের কাছে একটি স্থায়ী চাকরি রয়েছে ৷ সেটাই তাঁর বড় ভরসা ৷ এছাড়াও, তিনি ভালোবাসেন রেডিয়ো শুনতে ৷ তাঁর একটি রেডিয়ো রয়েছেও ৷ সেটি শুনেই অনেকটা সময় কেটে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details